ডুয়্যাল রিয়ার ক্যামেরা, শক্তিশালী RAM, বাজারে আসছে LG-র LG V30 ফোন

Updated By: Aug 31, 2017, 04:23 PM IST
ডুয়্যাল রিয়ার ক্যামেরা, শক্তিশালী RAM, বাজারে আসছে LG-র LG V30 ফোন

ওয়েব ডেস্ক:  এলজি  লঞ্চ করল তার নতুন ফোন LG V30। LG G6 এর থেকে সামান্য আলাদা এই ফোনের ডিসপ্লে ৬ ইঞ্চি। ফোনটি লঞ্চ করা হল ইয়োরোপের বৃহত্তম টেক ফেয়ার IFA ২০১৭-তে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ফোনটির বিক্রি শুরু হবে দক্ষিণ কোরিয়ায়।

কী রয়েছে LG V30 ফোনে

ডিসপ্লে-৬ ইঞ্চি এইচডি।

প্রসেসর-কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫

র‍্যাম-৪ জিবি

ইনবিল্ট মেমোরি-৬৪ জিবি। এছাড়াও রয়েছে ১২৮ জিবি ভ্যারিয়েন্ট। মাইক্রে এসডি-র সাহা‌য্যে মেমোরি বাড়ানো ‌যাবে ২ টিবি প‌র্যন্ত।

ব্যটারি-৩৩০০ মিলি অ্যাম্পিয়ার। রয়েছে ক্যুইক চার্জ ফেসিলিটি।

কানেটিভিটি-ওয়াইফাই, ব্লু টুথ ভি ৫.০। 4G LTE।

ওজন-১৫৮ গ্রাম।

ক্যামেরা- দুটি রিয়ার ক্যামেরা। একটি ১৬ মেগাপিক্সেল। অন্যটি ১৩ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। 

আরও পড়ুন-আধারের সঙ্গে প্যান যুক্ত করতে এই ৫টি বিষয় মেনেছেন তো? মিলিয়ে নিন

Tags:
.