দেখে নিন কীভাবে কম্পিউটারে হোয়াটস অ্যাপ করবেন

ওয়েব ডেস্ক: অবশেষে। জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ এবার ব্যবহার করতে পারবেন কম্পিউটার থেকেও। উইন্ডোজ ৮ এবং ম্যাক অপারেটিং সিস্টেম ১০.৯ থেকে অনায়াসেই হোয়াটস অ্যাপ থেকে টুক টাক মেসেজ পাঠাতে পারবেন। তাহলে এখনই জেনে নিন কীভাবে আপনার পার্সোনাল কম্পিউটার থেকে ব্যবহার করবেন হোয়াটস অ্যাপ।

এতদিন শুধুমাত্র স্মার্টফোন থেকেই হোয়াটস অ্যাপ ব্যবহার করা যেত। এবার কম্পিউটারের জন্য এসে গেল হোয়াটস অ্যাপের ডেস্কটপ অ্যাপ। https://www.whatsapp.com/download  -এ ক্লিক করে অ্যাপটি ওপেন করুন। এবার একটি QR কোড আসবে। সেটিকে স্ক্যান করুন। ব্যস এবার কম্পিউটার থেকেই হোয়াটস অ্যাপ ব্যবহার করা শুরু করে দিন।

English Title: 
KNOW HOW TO USE WHATSAPP ON PERSONAL COMPUTER
News Source: 
Home Title: 

দেখে নিন কীভাবে কম্পিউটারে হোয়াটস অ্যাপ করবেন

দেখে নিন কীভাবে কম্পিউটারে হোয়াটস অ্যাপ করবেন
Yes
Is Blog?: 
No