SMS-র মাধ্যমে কীভাবে জিও ফোন বুকিং করবেন? জেনে নিন

Updated By: Aug 18, 2017, 12:33 PM IST
SMS-র মাধ্যমে কীভাবে জিও ফোন বুকিং করবেন? জেনে নিন

ওয়েব ডেস্ক: অপেক্ষা মাত্র আর কয়েকটা দিন। তারপরেই হাতে চলে আসবে রিলায়েন্স জিও –র বহু প্রতীক্ষীত ৪জি ফিচার ফোন। তাও একেবারে বিনামূল্যে। তবে বিনামূল্যে পাওয়ার জন্য আপনাকে প্রথমে ১৫০০ টাকা জমা রাখতে হলেও, ৩ বছর পর ফোন ফেরত দিলেই সেই টাকা ফেরত পেয়ে যাবেন। ওয়েবসাইট কিংবা মাই জিও অ্যাপ থেকে কীভাবে জিও ফোন বুকিং করবেন, তা নিশ্চয়ই জেনে গিয়েছেন? তাহলে এবার জেনে নিন SMS –র মাধ্যমে কীভাবে বুকিং করবেন জিও ফোন ।

একটা সহজ টেক্সট মেসেজের মাধ্যমেই আগে থেকে বুকিং করে ফেলুন আপনার পছন্দের জিও ৪জি ফিচার ফোন । SMS পাঠাতে গেলে টাইপ করতে হবে, jp- your area pin code- jio store code near your area । এবার মেসেজটি 7021170211 নম্বরে পাঠিয়ে দিন।

লঞ্চ হল নোকিয়া ৫, জেনে নিন ফিচার্স-দামসহ সব কিছু

৭ টাকায় আনলিমিটেড কলিং এবং ৪জি ডেটা অফার ভোডাফোনের! জানুন কীভাবে পাবেন

.