ভারতের বাজারে এল Kawasaki Vulcan S, জেনে নিন দাম ও স্পেসিফিকেশনস
ভারতের বাজারে মাঝারি ক্রুজার মোটরবাইক ভালকান এস লঞ্চ করল কাওয়াসাকি মোটরস। দাম শুরু ৫.৪৪ লক্ষ (এক্স শোরুম) টাকা থেকে। দেশে কাওয়াসাকির সমস্ত শোরুমে বুক করা যাবে নতুন এই বাইক। তবে সবুজ নয়, আপাতত মিলবে শুধু কালো রঙে। বলে রাখি, সবুজ ভালকান এস বিশ্বজুড়ে জনপ্রিয়।
নিজস্ব প্রতিবেদন: ভারতের বাজারে মাঝারি ক্রুজার মোটরবাইক ভালকান এস লঞ্চ করল কাওয়াসাকি মোটরস। দাম শুরু ৫.৪৪ লক্ষ (এক্স শোরুম) টাকা থেকে। দেশে কাওয়াসাকির সমস্ত শোরুমে বুক করা যাবে নতুন এই বাইক। তবে সবুজ নয়, আপাতত মিলবে শুধু কালো রঙে। বলে রাখি, সবুজ ভালকান এস বিশ্বজুড়ে জনপ্রিয়।
কাওয়াসাকির তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে পুনের কারখানায় মোটরবাইকটি তৈরি করবে তারা। ভালকান এস-এ থাকবে কাওয়াসাকি নিনজা ৬৫০এর ইঞ্জিন। ৬৪৯ সিসির এই ইঞ্জিন থেকে মিলবে ৬১ অক্ষশক্তি ক্ষমতা ও ৬৩ নিউটোমিটার টর্ক।
আরও পড়ুন - ভুল করে ফাঁস হল WhatsApp-এর নতুন ফিচার
বাইকটির সামনের চাকায় রয়েছে ৩০০ মিমি ডিস ব্রেক সঙ্গে দু'টি ব্রেক সু। পিছনে রয়েছে ২৫০মিমি ডিস ব্রেক ও একটি ব্রেক সু। ভালকান এস-এ সুবিধামতো বদল করা যাবে আসনের উচ্চতা। সফর আরামদায়ক করতে সুবিধামতো বদল করা যাবে পাদানি, ব্রেক ও ক্লাচের অবস্থান। এমনকী বদলানো যাবে হ্যান্ডেলবারের অবস্থানও।
কাওয়াসাকির দাবি, ভালকান এস-এর ইঞ্জিন শক্তিশালী হলেও তা নিয়ন্ত্রণ করা খুবই সোজা। সেজন্যই বিশ্বজুড়ে জনপ্রিয় এই মোটরবাইকটি।
একনজরে দেখে নিন কাওয়াসাকি ভালকান এস-এর স্পেসিফিকেশনস
ENGINE
Type : Four Stroke, Liquid cooled, SI Engine
Displacement : 649 cc
Bore and Stroke : 83.0 x 60.0 mm
Compression ratio : 10.8 : 1
Valve system : DOHC, 8 valves
Fuel system : Fuel injection: ø38 mm x 2 with sub-throttles
Ignition : Digital
Starting : Electric
Lubrication : Forced lubrication, semi-dry sump
Transmission : 6-speed, return
Maximum power : 61 PS / 7,500 rpm
Maximum torque : 63.0 N.m / 6,600 rpm
VEHICLE
Frame Type : Perimeter, high-tensile steel
Rake / Trail : 31° / 120 mm
Tyre : Front:120/70 R18 M/C 59H | Rear:160/60 R17 M/C 69H
Wheelbase : 1575 mm
Ground clearance : 130 mm
Seat height : 705 mm
Curb mass : 235 kg
Fuel capacity : 14 Litres
Overall Dimensions LxWxH : 2,310 mm x 855 mm x 1090 mm
SUSPENSION
Front / Wheel Travel : ø41 mm telescopic fork/130 mm
Rear / Wheel Travel : Offset laydown single-shock, linkage equipped, with adjustable preload/80 mm
BRAKE
Brake Front : Single ø300 mm disc
Caliper Front : Dual-piston
Brake Rear : Single ø250 mm disc
Caliper Rear : Single-piston
Excited about the new cruiser? Let us know your views through the comments section below.