স্পিডে এগিয়ে এয়ারটেলই, জানাল ওপেনসিগনাল

Updated By: Oct 6, 2017, 03:58 PM IST
স্পিডে এগিয়ে এয়ারটেলই, জানাল ওপেনসিগনাল

ব্যুরো: স্পিডে রিলায়েন্স জিও'কে টেক্কা দিয়ে এক নম্বরে উঠে এল ভারতী এয়ারটেল। সম্প্রতি প্রকাশিত ওপেনসিগনালের রিপোর্ট অনুযায়ী রিলায়ন্সে জিও ভারতের সব থেকে বড় নেটওয়ার্ক হলেও স্পিডে সবথেকে ধীরগতির। ওই রিপোর্ট অনুযায়ী ফোর জি নেটওয়ার্কে সবথেকে বেশি স্পিডের পরিষেবা দিচ্ছে ভারতী এয়ারটেল। এরপরপই রয়েছে ভোডাফোন। তারপর রয়েছে আইডিয়ার মত টেলিকম সংস্থা। উল্লেখ্য, ওপেনসিগনাল হল একটি জনপ্রিয় ওয়্যারলেস কভারেজ ম্যাপিং কোম্পানি, যারা ভারত ভূখণ্ডের সব জায়গার রিপোর্টের ওপর ভিত্তি করে টেলিকম দুনিয়ার যাবতীয় লড়াইয়ের মার্কশিট তৈরি করে। 

আরও পড়ুন- নয়া শর্তে বিভ্রান্তিতে জিও'র গ্রাহক মহল

এই ওপেনসিগনাল অবশ্য তাদের রিপোর্টে এও দাবি করেছে, ডাউনলোড স্পিডের বিচারে (থ্রি জি এবং ফোর জি) জিও'ই সবার থেকে এগিয়ে। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল এবং রিলায়েন্স কমিউনিকেশন ডাউনলোড স্পিডে মুকেশ আম্বানির জিও'র থেকে ঢের পিছিয়ে। 

ইন্টারনেট স্পিডের তালিকা (ফোর জি পরিষেবা): 

এয়ারটেল- ৯.১৫ এমবিপিএস 
ভোডাফোন- ৭.৪৫ এমবিপিএস 
আইডিয়া- ৭.৪ এমবিপিএস 
জিও- ৫.৮১ এমবিপিএস 

.