জিও গ্রাহকদের জন্য দুঃসংবাদ!
'মুখ পুড়ল' জিওর। জিও গ্রাহকদের জন্য দুঃসংবাদ। বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ ব্যবহার করার জন্য জরিমানার মুখে পড়তে চলেছে জিও।
ওয়েব ডেস্ক : 'মুখ পুড়ল' জিওর। জিও গ্রাহকদের জন্য দুঃসংবাদ। বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ ব্যবহার করার জন্য জরিমানার মুখে পড়তে চলেছে জিও।
নিজেদের ছাপা বিজ্ঞাপন ও টিভি কর্মাশিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ ব্যবহার করে রিলায়েন্স জিও। যার জন্য প্রধানমন্ত্রীর দফতরের থেকে আগাম কোনও অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। গতকাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর একটি লিখিত বিবৃতি দিয়ে জানান যে, " প্রধানমন্ত্রী দফতর এধরনের কোনও অনুমতি দেয়নি।" আর জেরেই জরিমানার মুখে পড়তে চলেছে জিও। এমনটাই খবর। যদিও সংস্থা সূত্রে এখনও এখবরের সত্যতা স্বীকার করা হয়নি।
অন্যদিকে, পেটিএম-এর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী কী করে একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনে 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর' হন, সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আরও পড়ুন, নোট সমস্যা মেটাতে জিও-র নতুন উদ্যোগ
জেনে নিন, জিও-র নতুন অফার প্ল্যানের ঘোষণা মুকেশের