JioFiber-এ বাড়িতে বসেই দেখা যাবে সিনেমার ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’!
দেখা যাবে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’। JioFiber-এর গ্রাহকরা শুক্রবার নতুন ছবি মুক্তির দিন নিজেদের পছন্দ মতো সময় বেছে নিয়ে দেখে নিতে পারবেন টাটকা ছবিটি।
নিজস্ব প্রতিবেদন: সোমবার মুম্বইতে Reliance-এর ৪২তম বার্ষিক সাধারণ সভায় JioFiber-এর একঝাঁক আকর্ষণীয় প্ল্যান সম্পর্কে সবিস্তারে জানান সংস্থার কর্ণধার মুকেশ অম্বানি। এই সভায় তিনি ঘোষণা করেন, আগামী বছর থেকে সিনেমা হল, মাল্টিপ্লেক্সের মতো JioFiber টিভিতেও মুক্তি পাবে নতুন ছবি। দেখা যাবে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’। তিনি জানান, JioFiber-এর গ্রাহকরা শুক্রবার নতুন ছবি মুক্তির দিন নিজেদের পছন্দ মতো সময় বেছে নিয়ে দেখে নিতে পারবেন টাটকা ছবিটি।
এই সভায় রিলায়েন্স কর্ণধার জানান, JioFiber সংযোগের সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ফুল এইচ-ডি টেলিভিশন বা কম্পিউটার। শুধু তাই নয়, 4K সেট টপ বক্সও দেওয়া হবে বিনামূল্যে। JioFiber-এর সংযোগ নেওয়ার সময়ে দীর্ঘমেয়াদী প্ল্যান বেছে নেওয়া হলে গ্রাহককে সংস্থার তরফে LED টিভি বা কম্পিউটার দেওয়া হবে। 'Jio Forever' নামের প্ল্যানেই বিনামূল্যে মিলবে ফুল এইচডি LED টিভি বা কম্পিউটার।
আরও পড়ুন: JioFiber-এর সংযোগের সঙ্গে বিনামূল্যে LED টিভি দেবে Reliance!
Reliance-এর ৪২তম বার্ষিক সাধারণ সভায় JioFiber টিভিতে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার আকর্ষণীয় সুযোগের কথা বললেও এ বিষয়ে সংস্থার কী পরিকল্পনা রয়েছে তা এখনও বিশদে জানা যায়নি।