ভারতে আসছে ১১,৯৯৯ টাকায় অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ IRist

ভারতের বাজারের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ আইরিস্ট(IRist) নিয়ে আসছে ইনটেক্স। ভারতের বাজারে দাম ১১,৯৯৯ টাকা। কালো, গোলাপি ও কমলা রঙে পাওয়া যাবে এই ঘড়ি। শুধুমাত্র ই-বেতেই পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।

Updated By: Jul 15, 2015, 08:16 PM IST
ভারতে আসছে ১১,৯৯৯ টাকায় অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ IRist

ওয়েব ডেস্ক: ভারতের বাজারের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ আইরিস্ট(IRist) নিয়ে আসছে ইনটেক্স। ভারতের বাজারে দাম ১১,৯৯৯ টাকা। কালো, গোলাপি ও কমলা রঙে পাওয়া যাবে এই ঘড়ি। শুধুমাত্র ই-বেতেই পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।

থ্রিজি সিমের সাহায্যে আইরিস্ট থেকে কল করা ও রিসিভ করা যাবে। আইকানেক্ট নামক অ্যাপের সাহায্যে আপনার স্মার্টফোনের সঙ্গেও কানেক্ট করা যাবে এই স্মার্টওয়াচ যার সাহায্যে মিসড কল, না পড়া মেসেজের অ্যালার্ট দেবে আইরিস্ট।

আইরিস্টের অন্যান্য বিশেষত্ব,

ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচারের সাহায্যে ইমেল ও মেসেজ পাঠানো যাবে আইরিস্টের মাধ্যমে
ব্লুটুথ হেডসেটের সাহায্যে কল ধরা যাবে, শোনা যাবে গানও
240x240 রেজলিউশনের সাহায্যে ১৬ মিলিয়ন কলর তৈরি করতে পারবে আইরিস্ট
৫ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে রয়েছে ফেস ডিটেকশন ফিচার
১.২ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রসেসর কাজ করবে অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ গুগল প্লে স্টোরে
৫১২ এমবি র‌্যাম
৪ জিবি রম বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত
৬০০mAh ব্যাটারির সঙ্গে ২০০ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম ও ৪ ঘণ্টার টকটাইম
জিপিএস নেভিগেশনের সঙ্গে রয়েছে ইন-বিল্ট পেডোমিটার

 

.