পর্যটকদের জন্য মাউন্ট ফুজি হতে চলেছে ফ্রি ওয়াইফাই জোন

পর্বতারোহণে যাওয়া মানেই জনজীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, যোগাযোগ ব্যবস্থার আওতার বাইরে। পর্যটক, পর্বতোরোহীদের জন্য তাই সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০০ ফুট উঁচুতে ফ্রি ওয়াইফাই কানেকশন নিয়ে এল জাপান। মাউন্ট ফুজির চূড়ায় পৌঁছেও এখন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন পর্যটকরা।

Updated By: Jul 9, 2015, 06:20 PM IST
পর্যটকদের জন্য মাউন্ট ফুজি হতে চলেছে ফ্রি ওয়াইফাই জোন

ওয়েব ডেস্ক: পর্বতারোহণে যাওয়া মানেই জনজীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, যোগাযোগ ব্যবস্থার আওতার বাইরে। পর্যটক, পর্বতোরোহীদের জন্য তাই সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০০ ফুট উঁচুতে ফ্রি ওয়াইফাই কানেকশন নিয়ে এল জাপান। মাউন্ট ফুজির চূড়ায় পৌঁছেও এখন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন পর্যটকরা।

জাপানের টেলিকম জায়ান্ট এনটিটি ডোকোমো এবং সরকারি সংস্থা ইয়ামানাশি ও শিজুওকার সহায়তায় মাউন্ট ফুজির ৮টি চূড়ায় ও ৩টি কটেজে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন পর্যটকরা। গিজোম্বোয় প্রকাশিত খবর অনুযায়ী গত কয়েক বছরে বিশ্বের পর্যটন মানচিত্রে জাপানের জনপ্রিয়তা ক্রমশই বেড়েছে। তাই পর্যটকদের স্বার্থেই এই পরিষেবা নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মুহূর্তে জাপান বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যার নিরীখে তৃতীয় স্থানে রয়েছে।

 

.