ফোর জি স্পিডে সবার নীচে ভারত

রিপোর্টে জানা যাচ্ছে, ৪৪.৩১ এমবিপিএস ফোর জি এলটিই স্পিড নিয়ে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। পাকিস্তানে এই স্পিডের মান ১৩.৫৬ এমবিপিএস এবং ভারতে ৬.০৭ এমবিপিএস।

Updated By: Feb 22, 2018, 07:01 PM IST
ফোর জি স্পিডে সবার নীচে ভারত

নিজস্ব প্রতিবেদন: ফোর জি এলটিই স্পিডে বিশ্বের সবকটি দেশের মধ্যে সর্বশেষ স্থানে ভারত। লন্ডনের 'ওপেন সিগনাল' নামক একটি সংস্থার রিপোর্টে ভারতের এমন শ্লথ গতির ছবি উঠে এসেছে। এই তালিকায় ভারতের থেকে বেশ খানিকটা উঁচুতে স্থান পেয়েছে পাকিস্তান।

রিপোর্টে জানা যাচ্ছে, ৪৪.৩১ এমবিপিএস ফোর জি এলটিই স্পিড নিয়ে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। পাকিস্তানে এই স্পিডের মান ১৩.৫৬ এমবিপিএস এবং ভারতে ৬.০৭ এমবিপিএস।

আর পড়ুন- কে রটালো এয়ারসেল বন্ধ হয়ে যাচ্ছে? নেটওয়ার্ক সমস্যা, বলছে কোম্পানি

ওপেন সিগনালের "স্টেট অফ এলটিই" রিপোর্ট অনুযায়ী, 'ফোর জি অ্যাভেলিবিলিটি'-তে ভারত ১৪-তম স্থানে উঠে এসেছে কিন্তু ফোর জি ডাউনলোডের গড় স্পিড ১০ এমবিপিএস-এর নীচে। 'ফোর জি অ্যাভেলিবিলিটি'র ক্ষেত্রে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। উল্লেখ্য, এই সামগ্রিক রিপোর্টটি তৈরি করতে বিশ্বজুড়ে ৪,৮৫২,৩২০ জন ইন্টারনেট ব্যবহারকারীর ৫৮,৭৫২,৯০৯,০৪টি ডাটা পয়েন্ট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

.