আপনার কাছে এটা থাকলেই আপনি iPhone7 পাবেন মাত্র ১৭০০ টাকায়!

হাতে যত নামী দামী যে কোনও স্মার্টফোনই থাকুক না কেন, আইফোনের দর বাকি সমস্ত স্মার্টফোনের থেকে বেশি। স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আইফোন অত্যন্ত লোভনীয় একটি জিনিস। আর সেখানে যদি মাত্র ১ হাজার ৭০০ টাকায় iPhone7 পাওয়া যায়, তাহলে তার থেকে সুখবর আর কী হতে পারে।

Updated By: Sep 14, 2016, 05:10 PM IST
আপনার কাছে এটা থাকলেই আপনি iPhone7 পাবেন মাত্র ১৭০০ টাকায়!

ওয়েব ডেস্ক: হাতে যত নামী দামী যে কোনও স্মার্টফোনই থাকুক না কেন, আইফোনের দর বাকি সমস্ত স্মার্টফোনের থেকে বেশি। স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আইফোন অত্যন্ত লোভনীয় একটি জিনিস। আর সেখানে যদি মাত্র ১ হাজার ৭০০ টাকায় iPhone7 পাওয়া যায়, তাহলে তার থেকে সুখবর আর কী হতে পারে।

আরও পড়ুন 5 GB ফ্রি ইন্টারনেট ডেটা দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে, তাহলে আপনি মাত্র ১ হাজার ৭০০ টাকায় পেতে পারেন iPhone7। তবে এই টাকাটা আপনি ডাউন পেমেন্ট করে হাতে পাবেন iPhone7। আর বাকি টাকা ইনস্টলমেন্টে দিতে হবে আপনাকে। এই দারুন সুযোগ আপনি ৭ অক্টোবর থেকে পাবেন।

.