স্ক্রিন অফ রেখে বা ফেসবুক করতে করতে গান শুনুন Youtube-এ, জেনে নিন কী ভাবে

স্ক্রিন অফ করলেও চলতে থাকবে গান। ফোন পকেটে রেখেই হেডফোনে গান শুনতে পারবেন ইউটিউবে।

Updated By: Jul 8, 2019, 07:51 PM IST
স্ক্রিন অফ রেখে বা ফেসবুক করতে করতে গান শুনুন Youtube-এ, জেনে নিন কী ভাবে

নিজস্ব প্রতিবেদন: বিভিন্ন মিউজিক অ্যাপে গান চালিয়ে ফোনের স্ক্রিন অফ করা যায়। অ্যান্ড্রয়েড ফোনের মিউজিক প্লেয়ার অ্যাপেও এ ভাবে গান শোনা যায়। অ্যাপে বা মিউজিক প্লেয়ারে গান চালিয়ে দিব্যি পকেটে রেখে গান শোনা যায় হেডফোনে। অথবা, অ্যাপটি মিনিমাইজ করেও অন্য অ্যাপ খোলা যায়। কিন্তু Youtube-এ ভিডিয়ো চলাকালীন গান শোনা গেলেও ফোনের স্ক্রিন অফ করলে বন্ধ হয়ে যায় গান। তা ছাড়াও অন্য অ্যাপ খোলার জন্য ইউটিউব থেকে বের হলেও বন্ধ হয়ে যায় গান। ইউটিউব মিউজিকে ব্যাকগ্রাউন্ডে গান শোনা গেলেও কেবল ট্রায়াল পিরিয়ডেই পাওয়া যায় এই সুবিধা। তার পরে টাকা দিয়ে পাওয়া যায় এই সুবিধা। কিন্তু এই পদ্ধতিতে বিনামূল্যেই স্ক্রিন অফ করেও গান শোনা যাবে ইউটিউবে।

কি করে স্ক্রিন অফ করেও গান শুনবেন Youtube-এ?

১) প্রথমে আপনার ফোনের Google Chrome ব্রাউজার থেকে ইউটিউবে আপনার পছন্দের গানের ভিডিয়ো খুলুন।

২) এ বার ব্রাউজারের ডান দিকের কোণে সেটিংস অপশানে যান।

৩) সেখানে একটি Desktop Mode অপশানে টিক করুন।

৪) এর পর নতুন করে লোড হবে ইউটিউবের পেজটি। নতুন করে লোড হওয়ার পরে আপনার ফোনে ডেস্কটপের মতো করে দেখাবে ইউটিউবের পেজটি।

৫) এ বার আপনার পছন্দের ভিডিয়োটি প্লে করুন। ভিডিয়োটি চলতে শুরু করার পর ফোনের হোম বাটনে টাচ করুন।

৬) হোম টাচ করার সঙ্গে সঙ্গে গান বন্ধ হয়ে যাবে। কিন্তু তাতে কোনও অসুবিধা নেই। ফোনের নোটিফিকেশন বারটি নামান। সেখানে দেখবেন পজ হয়ে আছে গানটি। এ বার সেখান থেকে প্লে করুন। একই অপশান পেয়ে যাবেন আপনার ফোনের লক স্ক্রিনেও।

৭) এর পরে স্ক্রিন অফ করলেও চলতে থাকবে গান। ফোন পকেটে রেখেই হেডফোনে গান শুনতে পারবেন ইউটিউবে। ডেটা খরচের পরিমাণও হবে কম। ইউটিউবে গান শোনাকালীনই ব্যবহার করতে পারবেন ফেসবুক-হোয়াটস্যাপের মতো অ্যাপও।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই পাড়ি দিচ্ছে চন্দ্রযান-২, খরচ প্রায় ১,০০০ কোটি

.