এক ধাক্কায় হাজার টাকা সস্তা হল Honor 8C

এক ধাক্কায় ১,০০০ টাকা দাম কমল Honor 8C-এর। এতদিন Amazon.in-এ ৯,৯৯৯ টাকায় মিলত এই ফোন। তবে, মঙ্গলবার থেকে ৮,৯৯৯ টাকায় বিক্রি হবে এই ফোন। 

Updated By: Jul 2, 2019, 08:16 PM IST
এক ধাক্কায় হাজার টাকা সস্তা হল Honor 8C

নিজস্ব প্রতিবেদন: এক ধাক্কায় ১,০০০ টাকা দাম কমল Honor 8C-এর। এতদিন Amazon.in-এ ৯,৯৯৯ টাকায় মিলত এই ফোন। তবে, মঙ্গলবার থেকে ৮,৯৯৯ টাকায় বিক্রি হবে এই ফোন। 

গত বছর নভেম্বরে ভারতের বাজারে  আসে Honor 8C। সেই সময়ে স্মার্টফোন উত্সাহীদের নজর কেড়েছিল এই ফোন। সময়ের সঙ্গে বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় ফোনের দাম অনেকটাই কমিয়ে দিল সংস্থা। ১,০০০ টাকা দাম কমল আমাজনে। 

দেখে নিন Honor 8C-এর স্পেসিফিকেশন-

১) Honor 8C-এ রয়েছে ৪ জিবি RAM আর ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যা MicroSD কার্ডের সাহায্যে বাড়িয়ে নেওয়া যাবে। সঙ্গেই রয়েছে Snapdragon ৬৩২ চিপসেট।

২) Honor 8C-এ রয়েছে এ৬.২৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশের বেশি। 

আরও  পড়ুন: আজ বাড়ি বসেই দেখুন আর্জেন্টিনার সূর্যগ্রহণ, জেনে নিন কী ভাবে

৩) Honor 8C ফোনে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

৪) Honor 8C-এ রয়েছে ৪,০০০ mAh ব্যাটারি।

৫) ডুয়াল সিম যুক্ত Honor 8C-এ রয়েছে Andrroid 8.1 Oreo অপারেটিং সিস্টেম।

৬) চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যায় এই ফোন। 

.