১৮ বসন্ত পেরিয়ে গুগল.কম এখন প্রাপ্তবয়স্ক

দেখতে দেখতে ১৮ বছর বয়স হয়ে গেল গুগল.কমের। ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন হয় গুগল.কমের। তবে ১৫ সেপ্টেম্বর জন্মদিন উদযাপন করে না গুগল। ২০০৫ সাল পর্যন্ত গুগলের প্রতিষ্ঠা দিবস ৭ সেপ্টেম্বরেই জন্মদিন উদযাপন করতো গুগল.কম।

Updated By: Sep 16, 2015, 08:28 PM IST
১৮ বসন্ত পেরিয়ে গুগল.কম এখন প্রাপ্তবয়স্ক

ওয়েব ডেস্ক: দেখতে দেখতে ১৮ বছর বয়স হয়ে গেল গুগল.কমের। ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন হয় গুগল.কমের। তবে ১৫ সেপ্টেম্বর জন্মদিন উদযাপন করে না গুগল। ২০০৫ সাল পর্যন্ত গুগলের প্রতিষ্ঠা দিবস ৭ সেপ্টেম্বরেই জন্মদিন উদযাপন করতো গুগল.কম।

২৭ সেপ্টেম্বর চতুর্থ জন্মদিন উদযাপন করেছিল গুগল ডুডল। তবে ১ বছর পর পঞ্চম জন্মদিন উদযাপিত হয় ৮ সেপ্টেম্বর। তারপরের বছর গুগল ডুডল জন্মদিন উদযাপন করে ৭ সেপ্টেম্বর। এরপর সপ্তম জন্মগদিন উদযাপন করা হয়েছিল ২৬ সেপ্টেম্বর। অষ্টম বছর থেকে ২৭ সেপ্টেম্বরকেই জন্মদিন হিসেবে বেছে নিয়েছে গুগল।

১৯৯৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেখা হয়েছিল গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্জে ব্রিন। ১৯৯৬ সালে ব্যাকরাব নামের একটি সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠা করেন তারা। এই সার্চ ইঞ্জিনই পরে গুগল নামে গুগল নামে প্রতিষ্ঠা লাভ করে।

১৯৯৮ সালের পর থেকে এখনও পর্যন্ত ৫ বার আপডেট করা হয়েছে গুগল.কম।

 

.