টিন-এজারদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ
আইফোন ব্যবহারকারীদের পর এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যেও ফেসবুক নিয়ে এসেছে শুধুমাত্র টিন-এজারদের জন্য "Lifestage" অ্যাপ। মূলত হাইস্কুল ছাত্রছাত্রীদের তৈরি করা হয়েছে এই অ্যাপটি। এই অ্যাপের মাধ্যমে তারা নিজেদের সম্পর্কে বিভিন্ন জীবনীমূলক প্রশ্নের উত্তর দিয়ে নিজের একটা প্রোফাইল তৈরি করতে পারবে। এবং সেই প্রোফাইল স্কুল নেটওয়ার্কে দেখা যাবে।
ওয়েব ডেস্ক: আইফোন ব্যবহারকারীদের পর এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যেও ফেসবুক নিয়ে এসেছে শুধুমাত্র টিন-এজারদের জন্য "Lifestage" অ্যাপ। মূলত হাইস্কুল ছাত্রছাত্রীদের তৈরি করা হয়েছে এই অ্যাপটি। এই অ্যাপের মাধ্যমে তারা নিজেদের সম্পর্কে বিভিন্ন জীবনীমূলক প্রশ্নের উত্তর দিয়ে নিজের একটা প্রোফাইল তৈরি করতে পারবে। এবং সেই প্রোফাইল স্কুল নেটওয়ার্কে দেখা যাবে।
আরও পড়ুন সোনা কেনার সময় যে জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন
ফেসবুকের নতুন এই অ্যাপ প্রসঙ্গে জানা গিয়েছে, এই অ্যাপে নিজের প্রোফাইল বানানোর জন্য কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই যেমন, প্রিয় গান কী, প্রিয় বন্ধু কে এই জাতীয়। প্রোফাইল সবসময় আপগ্রেড করতে হবে। নাহলে ছাত্র বা ছাত্রীর নামের পাশে একটি পুপ ইমোজি দেখা যাবে।
আরও পড়ুন দীপাবলিতে ভারতীয় রেলের উপহার নতুন সুপারফাস্ট ট্রেন