ভারতে মাইক্রোম্যাক্সকে টেক্কা দিল লেনোভো

ভারতের বৃহৎ মোবাইল বাজার ধরতে এবার নয়া স্ট্র্যাটেজি নিল মোবাইল প্রস্তুতকারক সংস্থা লেনেভো (মোবাইল ছাড়াও আরও ইলেকট্রনিক্স গুডস্‌ তৈরি করে লেনেভো)। মাইক্রোম্যাক্সকে টেক্কা দিয়ে দু নম্বরে এল লেনেভো।  

Updated By: Oct 28, 2016, 05:49 PM IST
ভারতে মাইক্রোম্যাক্সকে টেক্কা দিল লেনোভো

ওয়েব ডেস্ক: ভারতের বৃহৎ মোবাইল বাজার ধরতে এবার নয়া স্ট্র্যাটেজি নিল মোবাইল প্রস্তুতকারক সংস্থা লেনেভো (মোবাইল ছাড়াও আরও ইলেকট্রনিক্স গুডস্‌ তৈরি করে লেনেভো)। মাইক্রোম্যাক্সকে টেক্কা দিয়ে দু নম্বরে এল লেনেভো।  

ভারতের বাজারে স্যামসং এখন একচেটিয়া বাণিজ্য চালাচ্ছে। নোকিয়াকে টপকে ধারাবাহিক ভাবে একেই রয়েছ স্যামসং। স্মার্ট ফোন কেনার কথা মাথায় আসলেই ভারতীয় ক্রেতাদের প্রথম পছন্দ হিসেবে উঠে আসে স্যামসং। দ্বিতীয়, তৃতীয় স্থানে ঘোরাফেরা করে আরও অন্যান্য মোবাইল প্রস্তুতকারক সংস্থা। এদের মধ্যে রয়েছে মাইক্রোম্যাক্সও। এবার গুডউইলকে কাজে লাগিয়ে ভারতের বাজারে দ্বিতীয় স্থানে এল লেনেভো। উল্লেখ্য ভারতের স্মার্ট ফোনের বাজারে দখল রেখেছে জিওমি স্মার্ট ফোনও।  

 

.