ফেসবুক নিয়ে এই তথ্যটা আপনি জানেন?

অদ্ভূত মনে হলেও, এটাই সত্যি। সম্প্রতি একটি সমীক্ষায় বলা হয়েছে ভারতে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এশিয়া প্যাসিফিকে এখনও ফেসবুক ব্যবহারে পিছিয়ে মহিলারাই। তবে, বিশ্বের বাকি দেশগুলিতে এই সংখ্যাটা অনেকটাই আলাদা।

Updated By: Sep 9, 2016, 01:54 PM IST
ফেসবুক নিয়ে এই তথ্যটা আপনি জানেন?

ওয়েব ডেস্ক : অদ্ভূত মনে হলেও, এটাই সত্যি। সম্প্রতি একটি সমীক্ষায় বলা হয়েছে ভারতে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এশিয়া প্যাসিফিকে এখনও ফেসবুক ব্যবহারে পিছিয়ে মহিলারাই। তবে, বিশ্বের বাকি দেশগুলিতে এই সংখ্যাটা অনেকটাই আলাদা।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ থাকলে এ বিপদে আপনিও পড়তে পারেন!

ভারতে প্রতি ৪ জন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে ১ জন মহিলা। যা উন্নত দেশগুলির থেকে অনেকটাই কম। সমীক্ষায় বলা হয়েছে দেশের ফেসবুক ব্যবহারকীদের মধ্যে মাত্র ২৪ শতাংশ মহিলা। অন্যদিকে, বাংলাদেশের এই সংখ্যাটা ২৩। তার থেকেও কম পাকিস্তানের সংখ্যাটা। সেখানে শতাংশের বিচারে মাত্র ২২ জন মহিলাই ফেসবুক ব্যবহার করেন।

সমীক্ষায় আরও বলা হয়েছে ২০১৫ সালে সোশ্যাল মিডিয়া ব্যহারকারীদের সংখ্যা এক লাফে অনেকটাই বেড়েছে। প্রায় ৩১ শতাংশ বৃদ্ধি হয়েছে সেখানে।

.