Bharti Airtel-এ ১০০ শতাংশ এফডিআই-এর অনুমোদন দিল কেন্দ্রীয় টেলিকম দপ্তর
Bharti Airtel-এর এফডিআই ১০০ শতাংশ করার পক্ষে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় টেলিকম দপ্তর (ডিওটি)।
নিজস্ব প্রতিবেদন: সিঙ্গল ব্র্যান্ড রিটেলের ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) পথ আরও সহজ হয়ে গেল ভারতে। আর সেই সঙ্গেই Bharti Airtel-এ প্রত্যক্ষ বিদেশি লগ্নি বা এফডিআই ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ হয়ে গেল। Bharti Airtel-এর এফডিআই ১০০ শতাংশ করার পক্ষে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় টেলিকম দপ্তর (ডিওটি)।
মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি লগ্নিকারীরা ৭৪ শতাংশ পর্যন্ত অংশীদারিত্ব রাখতে পারবে। এজিআর খাতে সরকারকে ৩৫ হাজার ৫৮৬ কোটি টাকা বকেয়া মেটানোর ঠিক আগেই এই অনুমোদন Bharti Airtel-কে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Airtel-এর এই প্রিপেড প্ল্যানের সঙ্গে ২ লক্ষ টাকার লাইফ কভার মিলবে বিনামূল্যে!
অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে সিঙ্গল ব্র্যান্ড রিটেল, অসামরিক বিমান পরিবহণ, শক্তি এবং রিয়েল এস্টেট ব্রোকিং-এর ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণের পথ আরও সহজ করা হয়েছে। আই সমস্ত ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য আর কোনও সরকারি অনুমোদনের প্রয়োজন হবে না।