ফোনের ব্যাটারি ভালো রাখতে এই অ্যাপগুলি দ্রুত ডিলিট করুন

এখন সবার হাতে হাতে স্মার্টফোন। হাতের আঙুলের ছোঁয়ায় এক ফোনেই সব কাজ হাসিল। কিন্তু স্মার্টফোন ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হল এর ব্যাটারি। বলা নেই, কওয়া নেই যখন তখন ব্যাটারি শেষ হয়ে ফোন বন্ধ। রাস্তাঘাটে বিড়ম্বনার একশেষ। তবে, কিছু কিছু অ্যাপ এখনই ডিলিট করে দিলে আপনার ফোনের ব্যাটারিটা কিছুটা হলেও বাঁচতে পারে। যেমন,

Updated By: Jul 19, 2016, 09:08 PM IST
ফোনের ব্যাটারি ভালো রাখতে এই অ্যাপগুলি দ্রুত ডিলিট করুন

ওয়েব ডেস্ক : এখন সবার হাতে হাতে স্মার্টফোন। হাতের আঙুলের ছোঁয়ায় এক ফোনেই সব কাজ হাসিল। কিন্তু স্মার্টফোন ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হল এর ব্যাটারি। বলা নেই, কওয়া নেই যখন তখন ব্যাটারি শেষ হয়ে ফোন বন্ধ। রাস্তাঘাটে বিড়ম্বনার একশেষ। তবে, কিছু কিছু অ্যাপ এখনই ডিলিট করে দিলে আপনার ফোনের ব্যাটারিটা কিছুটা হলেও বাঁচতে পারে। যেমন,

ব্যাটারি সেভার অ্যাপ- ব্যাটারি বাঁচায় কম, খরচা করে বেশি। এমনকী তখনও এই অ্যাপটি চলতে থাকে, যখন ফোনে কোনও কাজ করা হয় না।

সোশ্যাল মিডিয়া অ্যাপ- ফেসবুক, মেসেঞ্জারে সারাদিন অন থাকেন? ফোনে স্কাইপ ও রয়েছে? ফোনের ব্যাটারি সবচেয়ে বেশি খরচা করে এই অ্যাপগুলি।

অ্যান্টি-ভাইরাস অ্যাপ- সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ব্যাটারি খরচা হয়।

ফোটো এডিটিং অ্যাপ- আপনি যত বেশি আপনার ফোনে ফোটো এডিট করেন, তত বেশি খরচ হয় ফোনের ব্যাটারি। মারাত্মক ব্যাটারি খায় এই অ্যাপগুলি।

ব্রাউজিং অ্যাপ- আপনার ফোনে একের বেশি ব্রাউজিং অ্যাপ থাকলেও ব্যাটারি খরচা বেশি হতে পারে।

গেমিং অ্যাপ- গেমিং যে স্মার্টফোনের শত্রু, সেটা আজ বোধহয় দশ বছরের বাচ্চাও জানে।

আরও পড়ুন, এগুলোর মাধ্যমে পাসওয়ার্ড ব্যবহারের ঝামেলা দূর করুন

.