লকডাউন চলাকালীন রিচার্জ না করলেও মিলবে ইনকামিং কলের সুবিধা, জানাল Airtel, Vodafone!

৩ মে পর্যন্ত আর রিচার্জ না করলেও ইনকামিং কলের সুবিধা পাবেন গ্রাহকরা। 

Edited By: সুদীপ দে | Updated By: Apr 19, 2020, 01:12 PM IST
লকডাউন চলাকালীন রিচার্জ না করলেও মিলবে ইনকামিং কলের সুবিধা, জানাল Airtel, Vodafone!

নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন চলছে দেশজুড়ে। পরিস্থিতি সামাল দিতে ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। তাই ৩ মে পর্যন্ত আর রিচার্জ না করলেও ইনকামিং কলের সুবিধা পাবেন গ্রাহকরা। এমনটাই জানিয়ে দিল Airtel ও Vodafone Idea।

লকডাউনের কথা মাথায় রেখে এর আগেও প্রিপেড প্ল্যানের বৈধতা বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি। এর আগেও প্রিপেড গ্রাহকদের বিনামূল্যে অতিরিক্ত ১০ টাকার টকটাইম দিয়েছিল এই দুই টেলিকম সংস্থা। এ বার এই পরিস্থির কথা মাথায় রেখে গ্রাহকদের প্রিপেড প্ল্যানের মেয়াদ বাড়িয়ে ইনকামিং কলের সুবিধা দিতে এগিয়ে এল Airtel ও Vodafone Idea।

আরও পড়ুন: তথ্য চুরি করে বাতিলের খাতায় Zoom অ্যাপ, বাজার ধরতে আসছে Whatsapp

তবে অতিরিক্ত বৈধতা দিলেও এ বার বিনামূল্যে কোনও টকটাইম আর অতিরিক্ত ডেটা পাবেন না গ্রাহকরা। সম্প্রতি গোটা দেশের ২২টি সার্কেলে দ্বিগুণ ডেটার অফার দিচ্ছিল Vodafone Idea। কিন্তু এ বার থেকে অতিরিক্ত বৈধতা এবং ইনকামিং কলের সুবিধা পেলেও বাড়তি ডেটা আর টকটাইম পাবেন না গ্রাহকরা।

.