Chandrayaan-3: অবশেষে ভারতের চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ, ৪০ দিনে পৌঁছাবে চাঁদে
চাঁদের ল্যান্ডার বিক্রম একটি মার্ক ৩ হেভি-লিফট লঞ্চ ভেহিকেলে রয়েছে। একে বাহুবলী রকেট বলা হয়। মহাকাশযানটি পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে প্রায় এক মাস সময় নেবে বলে অনুমান করা হয়েছে। আগামী ২৩ আগস্ট এটি চাদে অবতরণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের চন্দ্রযান-৩ সমগ্র জাতির আশা সঙ্গে নিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করেছে। মিশনটি সফল হলে, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের পরে ভারত চাঁদে নিয়ন্ত্রিত অবতরণ অর্জনকারী চতুর্থ দেশ হবে।
চাঁদের ল্যান্ডার বিক্রম একটি মার্ক ৩ হেভি-লিফট লঞ্চ ভেহিকেলে রয়েছে। একে বাহুবলী রকেট বলা হয়।
মহাকাশযানটি পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে প্রায় এক মাস সময় নেবে বলে অনুমান করা হয়েছে। আগামী ২৩ আগস্ট এটি চাদে অবতরণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অবতরণ করার পরে, এটি একটি চন্দ্র-দিন কাজ করবে, যা পৃথিবীর হিসেবে আনুমানিক ১৪ দিন। চাঁদের একদিন পৃথিবীর ১৪ দিনের সমান।
LVM3 M4/Chandrayaan-3 Mission:
LVM3 M4 vehicle successfully launched Chandrayaan-3 into orbit.— ISRO (@isro) July 14, 2023
আরও পড়ুন: Chandrayaan-3: শুরু কাউন্টডাউন, স্বপ্ন ছুঁতে আজ চাঁদের উদ্দেশে রওনা দেবে ইসরোর চন্দ্রযান-৩
চন্দ্রযান-৩-এ তিনটি প্রধান উপাদান থাকবে। সেগুলি হল একটি ল্যান্ডার, একটি রোভার এবং একটি প্রপালশন মডেল। এটি চন্দ্রযান-২ থেকে অরবিটার ব্যবহার করবে যা এখনও চন্দ্রের বায়ুমণ্ডলে রয়েছে।
প্রথমবারের মতো, ভারতের চাঁদযান 'বিক্রম' চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে জলের অণু পাওয়া গিয়েছে। ২০০৮ সালে ভারতের প্রথম চাঁদ মিশনের সময় এই আবিষ্কারটি বিশ্বকে চমকে দিয়েছিল।
বিক্রম একটি নিরাপদ, সফট অবতরণ করবে বলে তৈরি। ল্যান্ডারটি তারপরে রোভার প্রজ্ঞানকে ছেড়ে দেবে। এটি একটি চন্দ্র দিনের জন্য চাঁদের বুকে ঘুরবে এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে।
Jai Hind pic.twitter.com/KMw7A73vrF
— Yogi Adityanath (@myogiadityanath) July 14, 2023
আরও পড়ুন: WhatsApp Update: এবার ফোন নম্বর লুকিয়ে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, জানুন কীভাবে
চার বছর আগের একটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে আসে ফের এই চন্দ্র অভিযান করা হচ্ছে। আগেরবার অবতরণের আগে গ্রাউন্ড ক্রু যোগাযোগ হারিয়ে ফেলে।
২০১৯ সালে অবতরণের চেষ্টা করার সময় ISRO-এর দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছিল। তবে, অতীতের ব্যর্থতা এড়াতে, ISRO আসন্ন মিশনে একাধিক পরিবর্তন নিয়ে এসেছে।
ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ‘গত চন্দ্রযান-২ মিশনের প্রধান ত্রুটি ছিল যে সিস্টেমে শুরু করা ন্যুন্যতম শর্ত ছিল না। এবং যানটি নিরাপদ অবতরণের জন্য ন্যুন্যতম শর্ত সামলাতে সক্ষম ছিল না’।