বলুন তো এর মধ্যে অস্কার ট্রফি কোনটা?

চলুন একটা মজার খেলা খেলা যাক। ছবিটা দেখে নিন আগে। দেখতে পাচ্ছেন তো, অনেকগুলো হলুদ রঙের মানুষ দেখা যাচ্ছে? আবার দেখে ওগুলোকে যাই মনে হোক, মজা হল এখানে যে, এর মধ্যে থেকে আপনাকে একটা জিনিস খুঁজে বার করতে হবে।

Updated By: Feb 27, 2016, 06:46 PM IST
 বলুন তো এর মধ্যে অস্কার ট্রফি কোনটা?

ওয়েব ডেস্ক: চলুন একটা মজার খেলা খেলা যাক। ছবিটা দেখে নিন আগে। দেখতে পাচ্ছেন তো, অনেকগুলো হলুদ রঙের মানুষ দেখা যাচ্ছে? আবার দেখে ওগুলোকে যাই মনে হোক, মজা হল এখানে যে, এর মধ্যে থেকে আপনাকে একটা জিনিস খুঁজে বার করতে হবে।

ভাবছেন, এর মধ্যে থেকে আবার কী খুঁজে বার করবেন? আসলে ছবির এই হলুদ মাথা বা মুর্তিগুলোর মধ্যে রয়েছে একটি অস্কার ট্রফিও। আপনাকে ছবিটা ভালো করে দেখে শুধু বলে দিতে হবে, এর মধ্যে কোনটা অস্কার ট্রফি! কী, ব্যাপারটা ভাবতেই মজা লাগছে না? নিন, আপনি আগে দেখে নিন, নিজেই খুঁজে পান কিনা। আর তারপর তো আপনার জন্য এই ছবিটা থাকলোই, যেখানে রীতিমতো লাল রঙের গোল করে দেওয়া আছে। একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওটাই অস্কা। কিন্তু উত্তর দেখে নেওয়ার আগে একবার নিজেই দেখে নিন না, যে আপনি পারেন কিনা!

 

.