বিনামূল্যে BSNL ব্রডব্যান্ড কানেকশান পেতে চান? জেনে নিন পদ্ধতি
এ বার বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশান দেওয়ার বিশেষ অফার নিয়ে হাজির BSNL...
নিজস্ব প্রতিবেদন: Jio Giga Fiber-এর এক ঝাঁক সুবিধার চাপে রীতিমতো কোণ ঠাসা দেশের একাধিক ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থা। Giga Fiber-কে টেক্কা দিতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। গত মার্চ মাসের শুরুতেই যে কোনও এক বছরের ব্রডব্যান্ড প্ল্যানে ২৫ শতাংশ ‘ক্যাশ ব্যাক’ অফারের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে BSNL। এ বার বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশান দেওয়ার বিশেষ অফার নিয়ে হাজির এই রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি। শুক্রবারই এই ঘোষণা করা হয়েছে BSNL-এর পক্ষ থেকে।
আরও পড়ুন: আর ৫ বছরের মধ্যেই আকাশে দেখা যাবে ‘ফ্লাইং কার’!
এই অফারে BSNL-এর ল্যান্ডলাইন গ্রাহকরা একেবারে বিনামূল্যে পেতে পারেন ব্রডব্যান্ড কানেকশান। অর্থাৎ, নতুন ব্রডব্যান্ড কানেকশান নেওয়ার সময় কোনও রকম ইন্সটলেশান চার্জ দিতে হবে না BSNL-এর ল্যান্ডলাইন গ্রাহকদের। এই অফারে গ্রাহকরা ১০ Mbps গতিতে (স্পিডে) প্রতিদিন ৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়াও এই অফারে Amazon Prime সাবস্ক্রিপশান বিনামূল্যেই পাবেন BSNL-এর ল্যান্ডলাইন গ্রাহকরা।
বিনামূল্যে BSNL ব্রডব্যান্ড কানেকশান পাওয়ার পদ্ধতি:
BSNL ব্রডব্যান্ড কানেকশান একেবারে বিনামূল্যে পেতে চাইলে ল্যান্ডলাইন গ্রাহকদের ফোন করতে হবে ১৮০০৩৪৫১৫০৪ টোল-ফ্রি নম্বরে।