আজ থেকে বুকিং শুরু হল ইলেকট্রিক স্কুটার Bajaj Chetak-এর

আজ মাত্র ২,০০০ টাকার বিনিময়ে এই স্কুটারের বুকিং শুরু হচ্ছে

Edited By: সুদীপ দে | Updated By: Jan 15, 2020, 06:19 PM IST
আজ থেকে বুকিং শুরু হল ইলেকট্রিক স্কুটার Bajaj Chetak-এর

নিজস্ব প্রতিবেদন: ১৪ বছর পর ই-স্কুটার রূপে বাজারে ফিরল Bajaj-এর চেতক। ১৫ জানুয়ারি থেকে মাত্র ২,০০০ টাকার বিনিময়ে এই স্কুটারের বুকিং শুরু হচ্ছে।

‘বাজাজ চেতক’ নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে নস্টালজিয়া। ১৯৮০ থেকে ’৯০-এর সময়ে দু’চাকার অন্যতম বাহন যেন বাজাজ চেতক। কিন্তু সময়ের নিয়মে হাল ফ্যাশানের স্কুটির ভিড়ে বাজার থেকে হারিয়ে গিয়েছিল এই চেতক। তবে, যুগের বিবর্তনের সঙ্গে মানুষ এখন আবারও ঝুঁকছে রেট্রো-ক্লাসিক জিনিসের দিকে। আর সেই দিকে লক্ষ্য রেখেই নতুন অবতারে ই-স্কুটার রূপে চেতকের পুনর্জন্ম হল। বুধবার থেকে বুকিং শুরু হল ই-স্কুটার Bajaj চেতকের।

লুকস-এর দিক থেকে প্রয়োজনীয় বেশ কিছু পরিবর্তন আনা হলেও, মূল ডিজাইন রাখা হয়েছে পুরানো চেতকের মতোই। তবে ব্যাটারিচালিত হওয়ায় পুরানো চেতকে আগের মতো শব্দ হবে না। এটিই Bajaj-এর প্রথম ইলেকট্রিক স্কুটার। এই কনসোলে ব্যাটারি রেঞ্জ, ব্যাটারি ইন্ডিকেটর থাকছে ইলেকট্রিক Bajaj Chetak-এ। চাবি ছাড়াই চালানো যাবে নতুন এই ইলেকট্রিক স্কুটার। নতুন Bajaj Chetak-এ থাকছে সম্পূর্ণ মেটাল বডি। Vespa স্কুটারেও একই ডিজাইন ব্যবহার হয়। এই স্কুটারে রয়েছে মাল্টি স্পোক অ্যালয় হুইল বেস। রয়েছে আইপি ৬৭-রেটেড লিথিয়াম-আয়ন ব্যাটারি। ইঞ্জিন থেকে ১৬ Nm টর্ক পাওয়া যাবে। বাড়িতে থাকা ৫amp-এর চার্জিং পয়েন্ট থেকেই এই ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে। Bajaj-এর এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে এলইডি ফ্রন্ট আর ব্যাক ল্যাম্প।

আরও পড়ুন: অবিশ্বাস্য দামে আজ থেকে বিক্রি শুরু হচ্ছে চারটি রিয়ার ক্যামেরা, ৪ জিবি RAM-সহ Realme 5i!

Bajaj Chetak-এর বেস ভেরিয়েন্টের দাম ১ লক্ষ টাকা। বেস ভেরিয়েন্টে নতুন ইলেকট্রিক স্কুটারের দুই চাকায় থাকছে ড্রাম ব্রেক। ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের Bajaj Chetak কিনতে গেলে গুনতে হবে ১ লক্ষ ১৫ হাজার টাকা।

.