ট্রিপল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল Samsung Galaxy Note 10 Lite!

আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে...

Edited By: সুদীপ দে | Updated By: Jan 22, 2020, 04:49 PM IST
ট্রিপল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল Samsung Galaxy Note 10 Lite!

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ভারতে লঞ্চ হল Samsung Galaxy Note 10 Lite। ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। Samsung Galaxy Note 10 Lite-এ থাকছে তিনটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে আর ডিসপ্লের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে থাকছে S Pen সাপোর্ট। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে...

Samsung Galaxy Note 10 Lite-এর স্পেসিফিকেশন:

১) ৬.৭ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড এনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যেই থাকছে ফোনের সেলফি ক্যামেরাটি। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৯ শতাংশের বেশি।

২) এই ফোনে ৬ জিবি / ৮ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে যা microSD কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৩) এই ফোনে রয়েছে Exynos (7 nm) অথবা Snapdragon চিপসেট।

৪) ১২ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) + ১২ মেগাপিক্সেলের (ম্যাক্রো ক্যামেরা) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: Mi 10 Pro: ফাস্ট চার্জিং, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ শীঘ্রই আসছে এই ফোন

৫) এই ফোনে থাকছে 10nm Exynos 9810 অক্টা-কোর প্রসেসর। সাদা, কালো ও নীল রঙে পাওয়া যাবে এই ফোন।

৬) এই ফোনে থাকছে ফাস্ট চার্জিং সুবিধা-সহ ৪,৫০০ mAh-এর ব্যাটারি। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

Samsung Galaxy Note 10 Lite-এর দাম (৬ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ) শুরু হচ্ছে ৩৮,৯৯৯ টাকা থেকে।

.