Passport Case Arrest: ধৃত পাসপোর্ট জালিয়াতির মূল অভিযুক্ত! এবার থেকে নতুন নিয়মে হবে যাচাই...

Passport Case Arrest: শনিবার মধ্যরাতে সেই বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিস। জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার।

Updated By: Dec 29, 2024, 06:56 PM IST
Passport Case Arrest: ধৃত পাসপোর্ট জালিয়াতির মূল অভিযুক্ত! এবার থেকে নতুন নিয়মে হবে যাচাই...

মনোজ মণ্ডল: দিন দু’য়েক আগে আস্তানা বদলে লাভ হল না। কলকাতা পুলিসের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও দু’দিন আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। শনিবার মধ্যরাতে সেই বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিস।

আরও পড়ুন: Bankura Tiger Captured: টানা ৬ দিনের টানটান উত্তেজনার অবসান, ঘুমপাড়ানি গুলিতেই শেষপর্যন্ত কাবু জিনাত

জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার। পুলিসের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। ওই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দেয় পুলিশের দল। মাস দু’য়েক আগে ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিস।

মনোজের বাড়ি ঠাকুরপুকুর থানার শীলপাড়া এলাকায়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে উঠে আসে তাঁর নাম। তবে তাঁর নাগাল পাচ্ছিল না পুলিস। মনোজের সন্ধানে বিভিন্ন জায়গায় হানাও দেন তদন্তকারীরা। অবশেষে তাঁকে পাকড়াও করেন তাঁরা। গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাঁকে। পুলিস জানিয়েছে, জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির যে চক্র মাথাচাড়া দিয়েছে, তার অন্যতম মাথা ওই মনোজ। রবিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে।

আরও পড়ুন: Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! রাজ্য সড়কে উল্টে গেল বাস! ২২ জন যাত্রী...

ভুয়ো পাসপোর্ট নিয়ে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে লালবাজার। এ বার পাসপোর্টের পুলিসি যাচাই নিয়ে থানার ওসিদের নির্দেশ দিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। শনিবার কলকাতা পুলিসের মাসিক অপরাধ দমন বৈঠকে নগরপালের নির্দেশ, পাসপোর্টের আবেদনপত্র যাচাই করে জমা নেওয়ার আগে তা নিয়ে থানায় যিনি পাসপোর্টের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার, তাঁর সঙ্গে কথা বলতে হবে ওসিদের। সূত্রের খবর, বর্তমানে পাসপোর্টের আবেদন করার পরে আবেদনকারী অতীতে কোনও অপরাধমূলক কাজে লিপ্ত ছিলেন কিনা অথবা তাঁর জন্ম তারিখ ঠিক আছে কিনা, তা খতিয়ে দেখে পুলিস। এ বার তারই সঙ্গে ভিন্‌ রাজ্যে আবেদনকারীর নামে কোনও দুষ্কর্মের অভিযোগ আছে কিনা, সেটাও দেখতে বলা হয়েছে। এর জন্য সব থানাকে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Passport Scam: ঠিকানা বদলে গাইঘাটায় আস্তানা, ধৃত পাসপোর্ট জালিয়াতি চক্রের পাণ্ডা

পাসপোর্ট হারিয়ে গেলে যে জেনারেল ডায়েরি করা হয়ে থাকে, সেটি নিয়েও ওসিদের সতর্ক করেছেন নগরপাল। এক পুলিস কর্তা জানান, আবেদনকারীর ঠিকানা যাচাইয়ের পাশাপাশি পুলিশের ভূমিকায় যাতে আদালতে কোনও প্রশ্ন না ওঠে, তা নিশ্চিত করতে বলা হয়েছে এ দিনের বৈঠকে। পাসপোর্ট যাচাই সংক্রান্ত যাবতীয় নথি তালিকাবদ্ধ (ডকুমেন্টেড) করতে বলা হয়েছে। সেই সঙ্গে পাসপোর্ট যাচাইয়ের সামগ্রিক প্রক্রিয়া ভাল ভাবে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে সহকারী নগরপাল এবং ডিভিশনাল উপ-নগরপালদের। রবিবার সাংবাদিক সম্মেলন করেন রাজীব কুমার। তিনি জানান, এবার থেকে জেলাস্তরে পাসপোর্টের জন্য জমা পড়া নথি যাচাইয়ের সম্পূর্ণ দায় জেলার পুলিস সুপারের উপর। কলকাতার ক্ষেত্রে হলে ডেপুটি পুলিস কমিশনারের উপর। রাজ্য পুলিশের ডিজি জানান, পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ের দায়িত্ব পাসপোর্ট কর্তৃপক্ষের। সেক্ষেত্রে একাধিক ফাঁক রয়েছে। পুলিসের অভিযোগ, এই ফাঁককে কাজে লাগিয়ে জাল পাসপোর্ট বানিয়ে নিচ্ছে অনেকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.