পকেট-সই দামে এক ঝাঁক আকর্ষণীয় ফিচার দিচ্ছে Huawei Y6 Prime!

আসুন এক নজরে দেখে নেওয়া যাক Huawei Y6 Prime-এর স্পেসিফিকেশন...

Updated By: Apr 1, 2019, 10:48 AM IST
পকেট-সই দামে এক ঝাঁক আকর্ষণীয় ফিচার দিচ্ছে Huawei Y6 Prime!

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি পাকিস্তানে একটি ইভেন্টে লঞ্চ হয়েছে Huawei-র নতুন স্মার্টফোন Y6 Prime! মধ্যবিত্তর পকেট-সই দামে এক ঝাঁক আকর্ষণীয় ফিচার দিচ্ছে Huawei-এর নতুন এই স্মার্টফোন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Huawei Y6 Prime-এর স্পেসিফিকেশন...

Huawei Y6 Prime স্মার্টফোনের স্পেসিফিকেশন:

১) ৬.০৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ভিউ ডিউ ড্রপ ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৭৯ শতাংশেরও বেশি।

২) ২ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে Huawei Y6 Prime-এ। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

আরও পড়ুন: Redmi Go স্মার্টফোন কিনলে মিলছে ২,২০০ টাকার ক্যাশব্যাক!

৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেমের উপরেই চলবে সংস্থার EMUI ৯.০ স্কিন। এর সঙ্গেই থাকছে MediaTek Helio A22 চিপসেট।

৪) ছবি তোলার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার সাহায্যে ফোনের ‘ফেস আনলক ফিচার’ কাজ করবে।

৫) এই ফোনে থাকছে ৩,০২০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

৬) ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৭) পাকিস্তানে Y6 Prime (2019) এর দাম ২১,৪৯৯ পাকিস্তানি রুপি (ভারতীয় মূদ্রায় যা প্রায় ১০,৬০০ টাকা)।

.