৪জি পরিষেবা বাড়াতে ২৫,০০০ কোটি বিনিয়োগের সিদ্ধান্ত এয়ারটেলের

Updated By: Nov 2, 2017, 07:52 PM IST
৪জি পরিষেবা বাড়াতে ২৫,০০০ কোটি বিনিয়োগের সিদ্ধান্ত এয়ারটেলের

নিজস্ব প্রতিবেদন : ব্যবসা বাড়াতে বিপুল বিনিয়োগের পথে এয়ারটেল। সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২০১৭-১৮ সালে ৪জি নেটওয়ার্কের ব্যবসাকে আরও বাড়াতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এয়ারটেল। এর আগে সংস্থার তরফে চলতি অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়েছিল ২০ হাজার কোটি টাকা। জিও সহ অন্য টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিতে সেই বরাদ্দই আরও ৫০০০ কোটি বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতী এয়ারটেল।

একইসঙ্গে এয়ারটেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ধীরে ধীরে গুটিয়ে ফেলা হবে ৩জি পরিষেবা। সব ৩জি সংযোগকেই ৪জি পরিষেবায় উন্নীত করা হবে। তবে ২জি পরিষেবার ব্যবসা এখনই গুটিয়ে ফেলছে না সংস্থা। ভারতের ৫০ শতাংশ ফোন এখনও ফিচার ফোন, তাই ২জি পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন সংস্থার এক শীর্ষকর্তা।

আরও পড়ুন, বন্ধ হবে ২জি, ৩জি ব্যবসা! ছাঁটাইয়ের আশঙ্কায় ১২০০ রিলায়েন্স কর্মী

.