রক্ত সমস্যার সমাধান! অ্যাপের মাধ্যমে মিলবে রক্ত, ঘোষণা স্বাস্থ্য মন্ত্রকের

এই অ্যাপের মাধ্যমে এবার চার ইউনিট রক্ত বুক করা যাবে।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jun 26, 2020, 01:13 PM IST
রক্ত সমস্যার সমাধান! অ্যাপের মাধ্যমে মিলবে রক্ত, ঘোষণা স্বাস্থ্য মন্ত্রকের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের দরুন  সবকিছুতেই টানাপোড়েন। প্রয়োজনে কোথায় মিলবে রক্ত, তা ভেবে পাচ্ছেন না অনেকেই। সেই সমস্যার সুরাহা নিয়ে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
যাতে নিরাপদ ও সহজে সকলে রক্ত পান তার জন্য় "ইব্লাডসার্ভিস" অ্যাপ ঘোষণা করেছেন তিনি। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই অ্যাপের কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।
তিনি জানিয়েছেন এই ভাবে সহজেই রক্ত পেতে পারেন একজন। আর এক ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য ব্লাড ব্যাঙ্কে ছুটে বেড়াতে হবেনা। হর্ষ বর্ধন বলেছেন, "আমার কাছে অনেকেই নিরাপদে রক্ত না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন।" এমনকি এমন ব্যক্তিরাও রয়েছেন যাঁদের শারীরিক সমস্যার জন্য প্রায় রক্ত নিতে হয়। তাঁদেরও সমান উপকার হবে এর মাধ্যমে।
ডিজিটাল ইন্ডিয়া স্কিমের অন্তর্গত ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিংয়ের ই-রক্তকোশ দল এই অ্যাপটি তৈরি করেছে।
এই অ্যাপের মাধ্যমে এবার চার ইউনিট রক্ত বুক করা যাবে। তারপর ১২ ঘন্টার সময়ের মধ্যে নির্দিষ্ট ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন:মানসিক চাপ অনুভব করছেন! কীভাবে দূর করবেন এই সমস্যা? উত্তর এখানে

.