সন্ত্রাসে মদতের অভিযোগ নিষিদ্ধ হয়ে গেল ২ লাখ ৩৫ হাজার টুইটার অ্যাকাউন্ট

বিশ্বজুড়ে সন্ত্রাস হামলা বেড়েই চলেছে। বিশ্বজুড়ে জঙ্গি কার্যকলাপ বেড়ে চলার সঙ্গে সঙ্গেই একটা অভিযোগ উঠে আসছে। জেহাদি ভাবধারা প্রচারে অন্যতম ভূমিকা নিচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যকাউন্টগুলি। বিশেষ করে ফেসবুক ও টুইটার। আর তাই এবার এই সিদ্ধান্ত।

Updated By: Aug 21, 2016, 12:54 PM IST
সন্ত্রাসে মদতের অভিযোগ নিষিদ্ধ হয়ে গেল ২ লাখ ৩৫ হাজার টুইটার অ্যাকাউন্ট

ওয়েব ডেস্ক : বিশ্বজুড়ে সন্ত্রাস হামলা বেড়েই চলেছে। বিশ্বজুড়ে জঙ্গি কার্যকলাপ বেড়ে চলার সঙ্গে সঙ্গেই একটা অভিযোগ উঠে আসছে। জেহাদি ভাবধারা প্রচারে অন্যতম ভূমিকা নিচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যকাউন্টগুলি। বিশেষ করে ফেসবুক ও টুইটার। আর তাই এবার এই সিদ্ধান্ত।

সন্ত্রাসে মদতের অভিযোগে তাই এবার ২ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্টকে নিষিদ্ধ ঘোষণা করল টুইটার। কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে এই ঘোষণা করা হয়েছে। বিগত ছয় মাস ধরে ২০১৬-র ফেব্রুয়ারি থেকে এই অ্যাকাউন্টগুলি নাগাড়ে সন্ত্রাসে মদত দিয়ে আসছে বলে অভিযোগ। কখনও উস্কানিমূলক কথাবার্তা, কখনও ছবি পোস্ট করা হত এই টুইটার হ্যান্ডেলগুলি থেকে । এর আগে ২০১৫-র মাঝামাঝি একইরকমভাবে ১ লাখ ২৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার।

.