পিছিয়ে সারকোজি, ফ্রান্সে প্রথম দফায় এগিয়ে বামপন্থীরা

প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদানের হার ৭১ শতাংশ ছোঁয়াতেই ফরাসী জনতার মধ্যে 'অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর'-এর পূর্বাভাস পেয়েছিলেন বিশেষজ্ঞরা। কার্যক্ষেত্রেও মিলে গেল সেই সম্ভাবনা। বতর্মান প্রেসিসেন্ট প্রধান নিকোলাস সারকোজিকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে পয়লা নম্বর স্থানে উঠে এলেন সোশ্যালিস্ট পার্টির প্রার্থী ফ্রাঁসোয়া হল্যাঁ।