Jalpaiguri:কোভিডবিধি উড়িয়ে স্কুলে পঠন-পাঠনের অভিযোগ! Zee ২৪ ঘণ্টার খবরের জেরে তৎপর প্রশাসন

স্কুল বন্ধ করে কর্তৃপক্ষ।

Updated By: Jan 22, 2022, 08:36 PM IST
Jalpaiguri:কোভিডবিধি উড়িয়ে স্কুলে পঠন-পাঠনের অভিযোগ! Zee ২৪ ঘণ্টার খবরের জেরে তৎপর প্রশাসন

নিজস্ব প্রতিবেদন: কোভিডবিধি উড়িয়ে স্কুলে চলছিল পঠন-পাঠন। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের ধাপগঞ্জ দুর্গাপাড়া এলাকায়। Zee ২৪ ঘণ্টায় ওই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসল প্রশাসন। খবরের জেরে আপাতত স্কুল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।

জানা গিয়েছে, করোনার কারণে সরকার স্কুল বন্ধের নির্দেশ বহাল রাখলেও তরলপাড়া ধাপগঞ্জ এলাকার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে অবাধে চলছে পঠন-পাঠন। পড়ুয়াদের টিউশন দেওয়া হচ্ছে বলে স্বীকার করেন স্কুলের এক শিক্ষকও। Zee ২৪ ঘণ্টা স্কুলে পৌঁছতেই ছাত্র-ছাত্রীদের ঘরের ভিতর লুকিয়ে তালা মেরে দেওয়া হয়।

ওই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। কোভিডবিধি উড়িয়ে স্কুল খোলা রাখা সঠিক কাজ নয়। এসআই অফ স্কুল রতন বর্মন জানান, খোঁজ নিয়ে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তদন্তের কথা জানান  জলপাইগুড়ি ডিপিএসসি-এর চেয়ারম্যান লৈক্ষমোহন রায়। 

যদিও স্কুল কোলা থাকার বিষয়টি স্বীকার করেননি বেসরকারি  ইংরেজিমাধ্যম স্কুলের চেয়ারম্যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।  Zee ২৪ ঘণ্টায় খবর দেখে জলপাইগুড়ি সদর বিধানসভার বিধায়ক ডাক্তার প্রদীপ বর্মা জানান, কোভিডবিধি জারি রয়েছে। এভাবে পঠন-পাঠন করা বাঞ্ছনীয় নয়।

আরও পড়ুন: Parcel Blast: হেমতাবাদে বিস্ফোরণস্থল পরিদর্শন উত্তরবঙ্গের IG-র, আটক মহিলা

আরও পড়ুন: Bankura: মমতার 'অনুপ্রেরণা'য় চপ ভাজলেন BJP বিধায়ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.