Abhishek Banerjee: সিবিআই লাগিয়ে কী করেছ! তোমার দলের ২ সাংসদ তৃণমূলে যোগ দিয়েছে, শুভেন্দুকে নিশানা অভিষেকের
যারা ভাবছে মানুষের টাকা নিয়ে নয়ছয় করব, ইডি এর পেছনে লাগিয়ে দেব, ওর পেছনে লাগিয়ে দেব। তারা কিছুই করতে পারবে না
নিজস্ব প্রতিবেদন: হলদিয়ায় তৃণমূল শ্রমিক সংগঠনের সভা থেকে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি তিনি এও বলেন, তৃণমূল কংগ্রেস আর ঠিকেদারি একসঙ্গে চলবে না।
হলদিয়া রানীচক ময়দানের সভায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, ১৯৪২ সালের আন্দোলন হল অর্থহীন, নাশকতামূলক, উত্শৃঙ্খল আন্দোলন। তাঁর আদর্শে নাম লিখিয়ে এই জেলার সর্বেসর্বা বলে যিনি নিজেকে দাবি করতেন তিনি এখন ইডি, সিবিআইয়ের ভয়ে নিজের পিঠ বাঁচাতে দিল্লির তল্পিবাহকতা করে দিনরাত কাটাচ্ছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আজ যারা ভাবছে মানুষের টাকা নিয়ে নয়ছয় করব, ইডি এর পেছনে লাগিয়ে দেব, ওর পেছনে লাগিয়ে দেব। তারা কিছুই করতে পারবে না। আমার পেছনে তো ইডি-সিবিআই লাগিয়েছ, কী করতে পেরেছ! কাঁচ কলা। তোমার ইডি, সিবিআই আমাকে ২ বার দিল্লিতে ডেকেছে। আমার মাথা নত করেছ ২ বার। আর তোমার মাথা নথ করেছি আমি ২ বার। তোমার দলের ২ জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তৃণমূলে যোগ দিয়েছেন। ইডি-সিবিআই দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আজ যারা ভাবছে মানুষের টাকা নিয়ে নয়ছয় করব, ইডি এর পেছনে লাগিয়ে দেব, ওর পেছনে লাগিয়ে দেব। তারা কিছুই করতে পারবে না। আমার পেছনে তো ইডি-সিবিআই লাগিয়েছ, কী করতে পেরেছ! কাঁচ কলা। তোমার ইডি, সিবিআই আমাকে ২ বার দিল্লিতে ডেকেছে। আমার মাথা নত করেছ ২ বার। আর তোমার মাথা নথ করেছি আমি ২ বার। তোমার দলের ২ জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তৃণমূলে যোগ দিয়েছেন। ইডি-সিবিআই দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।
এখানেই থেমে থাকেননি অভিষেক। তৃণমূল নেতা বলেন, কে অনুগামী সেজে দলে ঢুকে দলের বারোটা বাজিয়েছো সবই আমি জানি। আমি সরকম ৫-৬ জন অনুগামীকে চিহ্নিতও করেছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কে বিজেপির হয়ে ঝান্ডা তোলার পরদিন এসে তৃণমূলে যোগ দিয়েছ তারও তালিকা আমার কাছে রয়েছে। কোনও দাদার অনুগামী হবেন না। খেটে খাওয়া মানুষের অনুগামী হোন।
আরও পড়ুন-কেবল নিজের মেয়ে নয় অভিযোগ, ২৫ আত্মীয়ের চাকরির ব্যবস্থাও করেছেন মন্ত্রী পরেশ