দিঘা-সুন্দরবনের উন্নয়নের জন্য Modi-র কাছে বিশ হাজার কোটি চাইলেন Mamata

ইয়াসের ক্ষয়ক্ষতি ছাড়াও দিঘা ও সুন্দরবনের উন্নয়নের জন্য পৃথকভাবে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: May 28, 2021, 07:46 PM IST
দিঘা-সুন্দরবনের উন্নয়নের জন্য Modi-র কাছে বিশ হাজার কোটি চাইলেন Mamata

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তবে প্রধানমন্ত্রীকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে দিয়েছেন তিনি। ইয়াসের ক্ষয়ক্ষতির পাশাপাশি দিঘা ও সুন্দরবনের উন্নয়নে বিশ হাজার কোটি টাকার আলাদা প্যাকেজও দাবি করেন।      

কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠকে থাকেননি মমতা (Mamata Banerjee)। হয়নি একান্ত সাক্ষাৎও। শুভেন্দু অধিকারী ও দেবশ্রী চৌধুরীকে বৈঠকে ডাকায় আগেই আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী। পরে দিঘায় প্রশাসনিক বৈঠকে তিনি জানান,''হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, ভাঙড় পরিদর্শন করে গিয়েছিলাম সাগরে। সাগর, নামখানা ও পাথরপ্রতিমা থেকে গিয়েছিলাম কলাইকুণ্ডায়। প্রধানমন্ত্রী আসবেন জানতাম না। আমাদের দিঘায় অনুষ্ঠান ছিল। কলাইকুণ্ডায় গিয়ে যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার একটা রিপোর্ট হাতে তুলে দিয়েছি। বলেছি, এটা আমাদের রিপোর্ট। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন।'' 

ইয়াসের ক্ষয়ক্ষতি ছাড়াও দিঘা ও সুন্দরবনের উন্নয়নের জন্য পৃথকভাবে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,''দুটো ভালো রিপোর্ট আমরা দিয়েছি। অন্যান্য যা হয়েছে সেগুলো তো আছেই। প্রায় ২০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত আমরা পেয়েছি। তাছাড়াও দুটো স্কিম দিয়েছি। একটা দিঘার উন্নয়নের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ, আর একটা সুন্দরবনের উন্নয়নের জন্য ১০ হাজার কোটি টাকা। এই বিশ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছি।'' 

এই অর্থ নাও পেতে পারেন বলে আশঙ্কাপ্রকাশ করেছেন মমতা। তাঁর কথায়,''পাব না হয়তো কিছুই। এটাই বলেছি, আপনি দেখা করতে চেয়েছিলেন তাই অতদূর থেকে এসেছি। দিঘায় যেতে হবে। আপনার অনুমতি নিয়ে বেরিয়ে যাচ্ছি।''

আরও পড়ুন- মরা মাছ নুন হলুদ মাখিয়ে রোদ্দুরে শুকিয়ে বা ড্রাই করলে লোকে নিতে পারে: Mamata

.