Arambagh: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার...অবসাদে চরম সিদ্ধান্ত বাইশের তরুণীর!
Arambagh: ছেলেটির যখন বিয়ের ঠিক করার জন্য বাড়ি থেকে উঠে পড়ে লাগে তখন আর সে আমার মেয়েকে বিয়ে করতে চায়নি। সবই অস্বীকার করে। এরপরেই আমার মেয়ের সঙ্গে এই ব্যবহার করে। আর তাতে হতাশ ও অবসাদে আমার মেয়ে এই অবস্থা হয়। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
দিব্যেন্দু সরকার: বিয়ের প্রতিশ্রুতি। তার পর বার বার সহবাস। পরে বিয়ে করতেই নারাজ। আর তাতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী তরুণী। ফের সেই অভয়ার বিচারের দাবি গ্রামে। মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার মা। ঘটনার জেরে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। এদিকে অভিযুক্ত যুবক পলাতক। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত যুবকের মা। ঘটনা আরামবাগের আরান্ডি এলাকার। পুলিস ঘটনার তদন্তে নেমেছে। গোটা গ্রামের মানুষজন অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানিয়েছে।
মৃতা তরুনীর নাম শুভ্রা দোলুই (২২)। তারা দুই বোন ও এক ভাই। তিনিই বাড়ির বড় মেয়ে ছিলেন। পড়াশোনা করতেন। পাশাপাশি টুকটাক কাজ করতেন নিজের খরচ চালানোর জন্য, দাবি পরিবারের। অভিযুক্ত যুবকের নাম পংকজ দোলুই। তার মা কল্যাণী দোলুই জানিয়েছেন, তাদের ফাঁসানো হচ্ছে। এই রকম কোনও সম্পর্ক ছিল না মেয়েটির সঙ্গে। উলটে টাকার দাবি করছিল ওরা। আমরা দিইনি।
আরও পড়ুন:Bankura: ভরসন্ধ্য়ায় আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা! অভিযোগ দায়েরের ৪৫ মিনিটেই গ্রেফতার অভিযুক্ত...
মৃতার মা জানান, অভিযুক্ত যুবক তার মেয়ের সম্পর্কে তুতো কাকা। তা সত্বেও বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্নভাবে প্রভাবিত করে তার সঙ্গে মেলা মেশা করে। এর পর মেয়ের কথাতেই জানতে পারি যে তার সঙ্গে একাধিক বার সহবাস করেছে। তাকে বিয়েও করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথমে আমরা কিছুই জানতে পারিনি। কিন্তু ছেলেটির যখন বিয়ের ঠিক করার জন্য বাড়ি থেকে উঠে পড়ে লাগে তখন আর সে আমার মেয়েকে বিয়ে করতে চায়নি। সবই অস্বীকার করে। এরপরেই আমার মেয়ের সঙ্গে এই ব্যবহার করে। আর তাতে হতাশ ও অবসাদে আমার মেয়ে এই অবস্থা হয়। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমি আমার মেয়ের বিচার চাই। ওই যুবক যেন শাস্তি পায়।
এদিকে স্থানীয় বাসিন্দারাও মেয়েটির সঙ্গে যুবকের সম্পর্কের কথা দাবি করে ও যুবককেই দায়ী করে এই মৃত্যুর জন্য। তার যেন শাস্তি হয়। স্থানীয় এক মহিলার দাবি,এই বাংলার মেয়েরা কি কখনওই বিচার পাবে না? এই বাংলার মেয়েরা কি সুরক্ষিত নয়? অভয়ার বিচার কে দেবে? যদিও জানা গিয়েছে, এই নিয়ে আরামবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস জানিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হবে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)