Jalpaiguri: গর্ভবতী গরুকে 'নৃশংসভাবে খুন'! বিচার চাইতে থানায় গৃহবধূ

রাত থেকে নাকি গরুটিকে খুঁজে পাচ্ছিলেন না তিনি!

Updated By: Dec 18, 2021, 05:42 PM IST
Jalpaiguri: গর্ভবতী গরুকে 'নৃশংসভাবে খুন'! বিচার চাইতে থানায় গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন: চোখে ধারালো অস্ত্রের কোপ! গর্ভবতী গরুকে খুন করল কে? বিচার চাইতে সটান থানায় হাজির গৃহবধূ। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে নামল পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। 

জানা গিয়েছে,  জলপাইগুড়ির অরবিন্দ গ্রামপঞ্চায়েতের গোমস্তপাড়া এলাকার বাসিন্দা শান্তি ঘোষ। বাড়িতে গো-পালন করেন তিনি। ওই গৃহবধূর দাবি, শুক্রবার রাত থেকে একটি গর্ভবতী গরুকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। এদিন সকালে বাড়িতে কাছেই মাঠে সেই গরুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে শরীরে যেমন ক্ষত সৃষ্টি হয়, তেমনিই ক্ষত ছিল ওই গরুটির চোখেও!

আরও পড়ুন: লোহার রডেই বাজিমাত! ATM থেকে উধাও টাকা, গ্রেফতার অভিযুক্ত

কীভাবে মারা গেল অবলা প্রাণীটি? শান্তি ঘোষের অভিযোগ, শক্রতার কারণেই তাঁর পোষ্যকে এমন নৃশংসভাবে খুন করা হয়েছে।  কোতুয়ালি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। শুরু হয়েছে তদন্তও। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.