বহাল থাকছে শীত, কনকন ঠান্ডা গায়ে মেখেই বঙ্গে পৌষ সংক্রান্তি
আজ কলকাতায় আকাশ পরিস্কার থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কম।
নিজস্ব প্রতিবেদন: কনকনে ঠান্ডা বহাল থাকবে আরও ৩ দিন। এমনই আশার খবর দিয়েছে হাওয়া অফিস। আকাশ পরিস্কার হতেই ঠান্ডায় কাঁপছে শহর। আগামী মঙ্গলবার পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ২/৩ ডিগ্রি নিচেই থাকবে পারদ। উত্তরে হওয়ায় তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। আজ কলকাতায় আকাশ পরিস্কার থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কম।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫২-৯৬ শতাংশ। উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০- এর নিচে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে আজ থেকেই। ৩-৪ দিনের মধ্যেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকার পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ১৬ জানুয়ারি জম্মু-কাশ্মীরে বরফ পড়বে।
আরও পড়ুন: "বুঝেও বুঝতে চাইছে না রাজনৈতিক কারবারীরা," CAA নিয়ে বিরোধীদের একহাত নিলেন মোদী