কবে পুর নির্বাচন করাতে পারবে রাজ্য সরকার, হলফনামা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের
নিয়ে আজ ফের শুনানি হয় বিচারপতি সঞ্জয় কৌল, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে।
নিজস্ব প্রতিবেদন: কিছুটা হলেও চাপ বাড়ল রাজ্য সরকারের ওপরে।
রাজ্যে পুর নির্বাচন নির্বাচন করান নিয়ে একটি মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে কবে পুর নির্বাচন করাতে পারবে রাজ্য সরকার ।
আরও পড়ুন-উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মীর দেহে রয়েছে অসংখ্য 'পেলেট'-ক্ষত, জানালেন চিকিত্সক
উল্লেখ্য, প্রশাসকের মাধ্যমে কাজ চলছে রাজ্যের একাধিক পুরসভায়। কয়েক বছর পেরিয়ে গেলেও রাজ্যের ওইসব পুরসভায় এখনও নির্বাচন হয়নি। এনিয়ে একটি মামল হয় সুপ্রিম কোর্টে।
গত অক্টোবর মাসে ওই মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হয়, যেসব পুরসভাগুলিতে ভোট এখনও হয়নি সেখানে ভোট কবে নাগাদ হবে। নির্বাচান কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী সেসময় বলেন, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। তাই এখনও পুরভোট করা সম্ভব নয়।
অন্যদিকে, মামলাকারীর তরফের আইনজীবী বিকাশ সিং বলেন, করোনা পরিস্থিতির মধ্যে যদি বিহার বিধানসভা নির্বচন করানো যায় তাহলে বাংলায় পুরভোট নয় কেন!
আরও পড়ুন-উত্তরকন্যা অভিযানে পুলিস গুলি চালায়নি, লাঠিচার্জ করেনি : সৌগত রায়
এনিয়ে আজ ফের শুনানি হয় বিচারপতি সঞ্জয় কৌল, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে। বেঞ্চের তরফে আজ জানিয়ে দেওয়া হয়, রাজ্য সরকার কবে নাগাদ পশ্চিমবঙ্গে পুরভোট করাতে পারবে তা হলফনামা দিয়ে জানাতে হবে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে। পরবর্তি শুনানি হবে ১৭ ডিসেম্বর।
উল্লেখ্য, এদিন আদালতের পর্যবেক্ষণ হল, রাজ্য সরকার পুরভোট না করাতে পারলে যেসব পুরসভা প্রশাসক দিয়ে চলছে সেখানে নিরপেক্ষ প্রশাসক বসিয়ে দেওয়া হতে পারে।