Bengal Weather: উইকেন্ডে জাঁকিয়ে শীত বাংলায়! সঙ্গে ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা...
Weather Update: পরের রবিবার ১৫ ডিসেম্বর থেকে বাংলায় জাঁকিয়ে শীতের স্পেল। স্নোফলের সম্ভাবনা দার্জিলিংয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম ও সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
অয়ন ঘোষাল: শনি এবং রবিবার রাতে রাজ্যে পারদ আরও নামবে। সোমবার থেকে ফের পারদ উঠবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার থেকে ফের পারদ নামবে। পরের রবিবার ১৫ ডিসেম্বর থেকে বাংলায় জাঁকিয়ে শীতের স্পেল। স্নোফলের সম্ভাবনা দার্জিলিংয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম ও সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। শনিবার থেকে সোমবারের মধ্যে এই সম্ভাবনা বেশি।
আরও পড়ুন, Purulia: সরকারি হাসপাতালে গলব্লাডার অপারেশন! আল্ট্রাসনোগ্রাফিতে ধরা পড়ল ১৭ টি পাথর...
বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আট জেলাতে। আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝায় শীত বাধা। দু-তিন দিন ফের বাড়তে পারে তাপমাত্রা। উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রবিবার, ৮ ডিসেম্বর। দক্ষিণবঙ্গের আট জেলায় সোমবার বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে রবিবার ও সোমবার।
সোমবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। তার আগে আজ ও আগামীকাল রাতে উত্তুরে হাওয়ায় নামবে পারদ। তাপমাত্রা নামবে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজ ও কাল মাঝারি কুয়াশার সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে।
উত্তরবঙ্গে আজ বা কাল রাতে স্নো ফলের অত্যন্ত বেশি সম্ভবনা দার্জিলিংয়ে। উঁচু পার্বত্য এলাকায় শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা। আজ বিকেলের পর থেকে পাহাড়ে বৃষ্টির আশঙ্কা। হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের আরও তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ও হালকা বৃষ্টির সম্ভাবনা।
আজ শনিবার রাতে তাপমাত্রা নামতে পারে। নতুন করে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। আজ এবং কাল রাতে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। রবিবারে দুপুরের পর ফের হাওয়া বদল। সোমবার বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবারের পর ফের কমবে তাপমাত্রা।
কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ১৬.৭ থেকে সামান্য কমে ১৬.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৭ শতাংশ।
আরও পড়ুন, Hooghly: এলাকায় শোরগোল, মেয়ের পচাগলা দেহ আগলে বসে মা! দুর্গন্ধ পেয়েই প্রতিবেশীরা....
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)