Bengal Weather: বাংলার শীতের প্রবেশ! ৪৮ ঘণ্টা পর থেকেই তাপমাত্রা নামবে...
Weather Update: শীতের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন বঙ্গবাসী। রাজ্যবাসী করে শীত উপভোগ করবে, এর উত্তরে কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? শীত কি এখনই পড়বে নাকি আরও বিলম্ব হবে?
অয়ন ঘোষাল: আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং জেলায় পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাছাড়া উত্তরবঙ্গের আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে দুই-এক ঘন্টার জন্য কোথাও কোথাও কুয়াশা ধোঁয়াশা হতে পারে। ৪৮ ঘণ্টা পর থেকে রাজ্যে পারদ পতন। তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। চলতি উইকেন্ডে দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ ভোরে এবং রাতে। মনোরম আবহাওয়া দিনে।
আরও পড়ুন, Howrah: কেন্দ্র টাকা দিচ্ছে না! বন্যার কবল থেকে রক্ষা পেলেও এখনও দুর্ভোগে উদয়নারায়ণপুর...
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে। বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী হওয়ার প্রবণতা। সপ্তাহের শেষে রাতে ও ভোরে হালকা হিমের পরশ। দিনে মনোরম শুষ্ক আবহাওয়ায় ইঙ্গিত। বিহার, ঝাড়খণ্ড লাগোয়া কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা কোথাও কোথাও। পরশু থেকে নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারা পতন। পশ্চিমের জেলায় পারা পতনের সূচক একটু বেশি। শীতের আমেজ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকে।
উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি চলবে। কালিম্পং-এর পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। পরশু থেকে আবহাওয়ার পরিবর্তন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। সপ্তাহের শেষে ১৯ এর নীচে নামতে পারে কলকাতার রাতের তাপমাত্রা। কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ২২.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন, Malda: কাজ থেকে আর বাড়ি ফেরা হল না! রাস্তায় মর্মান্তিক মৃত্যু মহিলা সিভিক ভল্যান্টিয়ারের...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)