Bengal Weather: জাঁকিয়ে শীত, ঘন কুয়াশার সতর্কতা! ধাপে ধাপে পারদ পতন বাংলায়

Weather Update: একটু একটু করে পারদ পতন। ১৮ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে পারদ পতন। শনি ও রবিবার ১৫-এর নিচে নামতে পারে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা। ১৫ ডিসেম্বরের পর জাঁকিয়ে শীতের সম্ভাবনা। উত্তরে ঘন কুয়াশার পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পঙে হালকা তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফুতেও তুষারপাতের সম্ভাবনা। 

Updated By: Dec 10, 2024, 08:45 AM IST
Bengal Weather: জাঁকিয়ে শীত, ঘন কুয়াশার সতর্কতা!  ধাপে ধাপে পারদ পতন বাংলায়
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: বুধবার থেকে ফের শীত ফেরার অনুকূল পরিস্থিতি গোটা বাংলায়। ১১ থেকে টানা ১৮ ডিসেম্বর পর্যন্ত ক্রমান্বয়ে ধাপে ধাপে পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ১৫ ডিসেম্বরের পর জাঁকিয়ে শীতের অত্যন্ত উজ্জ্বল সম্ভবনা। তবে দার্জিলিং-এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা মঙ্গলবার। শুধু দার্জিলিং নয়, কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ ঘন্টায়।

আরও পড়ুন, Drama on Bangladesh: চেতনা-মানবতা হারিয়েছে ওপার বাংলা! সম্বিত ফেরাতে বাংলাদেশ নিয়ে নাটক...

তুষারপাতের সম্ভাবনা বেশি সান্দাকফু, ঘুম-সহ সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়। মঙ্গল এবং বুধবার উত্তরবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে থাকবে। এমনকী ৫০ মিটারেও নেমে যেতে পারে দু-এক জায়গায়।

দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা। কুয়াশা বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটারের নিচে নামার সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে বাংলা ও সিকিমের উপরিভাগ দিয়ে। এর প্রভাবে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দুপুরের পর আর বৃষ্টির সম্ভাবনা নেই। 

শীতের আমেজ বুধবার থেকেই পাওয়া যাবে। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, কমবে পারদ। ১১ ডিসেম্বর বুধবার থেকে লাগাতার সাত দিন তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আগামী শনি রবিবারে কলকাতায় ১৫ ডিগ্রি নিচে এবং পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে পারদ।

কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে প্রধানত পরিস্কার আকাশ। বিকেলের পর ফিরবে শুষ্ক আবহাওয়া। কাল থেকে একটু একটু করে পারদ পতন। শনি রবিবার ১৫ এর নিচে নামতে পারে কলকাতার রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা শনিবার ১৫.৭। রবিবার ১৬.৫। কাল সোমবার ১৮.২ । অর্থাৎ ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি বেড়েছে। আজ রাতে তা নেমে ১৭ এর ঘরে পৌঁছাবে। কাল দিনের তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪০ থেকে ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় গড়ে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শহরে ভোরের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০০ মিটারে নেমে গিয়েছিল। পরে তা বেড়ে ৮০০ মিটার হয়েছে।

আরও পড়ুন, Howrah: বাগনানের গ্রামে দেখা মিলল বিলুপ্তপ্রায় ময়ূরী কচ্ছপের! ছাত্রীর চেষ্টায় রক্ষা পেল ৯ কেজির প্রাণীটি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.