Weather Today: বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে চড়ল পারদ, উত্তরে প্রবল বৃষ্টির সম্ভাবনা
সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: টানা নিম্নচাপের বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে বাড়ল গরমের দাপট। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়তেই ভ্যাপসা গরম বাড়ল রাজ্যজুড়ে। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে নতুন একটি ঘূর্ণাবর্ত। যার জেরে সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে কলকাতা এবং লাগোয়া দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি চলছিল। তবে বুধবার থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে। যদিও ভারী বর্ষণে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বহু এলাকা এখনও জলমগ্ন। এদিকে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ৷ আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলাই থাকবে।দুপুরের দিকে তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি কিছুটা বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, CPI(M)-TMC: 'তৃণমূল থাকলেও গায়ে ফোসকা পড়বে না', Biman-এর মন্তব্যে জল্পনা তুঙ্গে
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। সকাল থেকে চড়া রোদ বাড়তেই বেড়েছে গরমের দাপট। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৬৮ শতাংশ।
শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার মেঘলা আকাশ, দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
মধ্যপ্রদেশ রাজস্থানে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে গুজরাটের কিছু এলাকায়। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। জম্বু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)