রানিগঞ্জে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, ভোট না দিয়েই পালাল ভোটাররা
চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের ছবি ধরা পড়ে ক্যামেরায়। রাস্তায় ফেলে লাঠি দিয়ে চলে মার।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। রানিগঞ্জের আমরাসোঁতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশরা কোলিয়ারি এলাকায় সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে তৃণমূল কর্মী-সমর্থকদের। জি ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।
আমরাসোঁতা গ্রাম পঞ্চায়েতের বাঁশরা কোলিয়ারি এলাকাটি মূলত সিপিএমের ঘাঁটি হিসাবে পরিচিত। ১৯৮৩ সাল থেকে সিপিএমের দখলে রয়েছে এই গ্রাম পঞ্চায়েত। সিপিএমের অভিযোগ, এদিন সকালে ভোটাররা ভোট দেওয়ার জন্য বুথে জড় হলে, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা করে।
আরও পড়ুন, নদীয়ায় ফের মৃত্যু তৃণমূল কর্মীর, পঞ্চায়েত ভোটে মৃতের সংখ্যা বেড়ে ৪
এরপরই সংঘর্ষের জড়িয়ে পড়ে দুই পক্ষ। চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের ছবি ধরা পড়ে ক্যামেরায়। রাস্তায় ফেলে লাঠি দিয়ে চলে মার। অভিযোগ, বাস ও গাড়িতে ভাঙচুরও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় RAF-সহ বিশাল পুলিসবাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে ভোট না দিয়েই ভোটকেন্দ্র ছেড়ে পালান ভোটাররা।
আরও পড়ুন, ময়ূরেশ্বরে বহিরাগত বাইকবাহিনীর দাপাদাপি, ব্যালটবাক্স লুঠ মহম্মদবাজারে
পুলিস সূত্রে জানা গেছে, জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি করে রানিগঞ্জে ঢোকে বহিরাগতরা। অভিযুক্তদের খোঁজে রানিগঞ্জে এখন চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিস। দেখুন মারধরের ছবি-