নদীয়ায় ফের মৃত্যু তৃণমূল কর্মীর, পঞ্চায়েত ভোটে মৃতের সংখ্যা বেড়ে ৪

পঞ্চায়েত ভোটে ফের আরও একজনের মৃত্যু হল। নদীয়ার নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতের নাম ভোলা শেখ দফাদার। এরফলে ভোটে মৃতের সংখ্যা বেড়ে হল ৪।

Updated By: May 14, 2018, 02:09 PM IST
নদীয়ায় ফের মৃত্যু তৃণমূল কর্মীর, পঞ্চায়েত ভোটে মৃতের সংখ্যা বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত ভোটে ফের আরও একজনের মৃত্যু হল। নদীয়ার নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতের নাম ভোলা শেখ দফাদার। এরফলে ভোটে মৃতের সংখ্যা বেড়ে হল ৪।

সোমবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসা, অশান্তির খবর মিলতে শুরু করে। উত্তর ২৪ পরগনার আমডাঙায় ভোটের প্রথম বলি হন এক সিপিএম সমর্থক। বোমাবাজিতে মৃত্যু হয় তাঁর। এর পরই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নয়াপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী আরিফ আলি গাজির। অন্য দিকে, নদীয়ার শান্তিপুরে গণপিটুনিতে মৃত্যু হয় সঞ্জিত প্রামাণিক নামে এক দুষ্কৃতীর।

আরও পড়ুন, ময়ূরেশ্বরে বহিরাগত বাইকবাহিনীর দাপাদাপি, ব্যালটবাক্স লুঠ মহম্মদবাজারে

এরপরই ফের নদীয়ার নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ হয়ে আরও একজনের মৃত্যুর খবর আসে। জানা গেছে, বুথ দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নাকাশিপাড়ায়। দু'পক্ষের মধ্যে ব্যাপক গুলি, বোমাবাজি চলে। সেইসময়ই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ভোলা শেখ দফাদার নামে এক তৃণমূল কর্মীর। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৩ জন।

.