ভারী বুটের আওয়াজে তটস্ত কলকাতার উপকন্ঠ, গ্রেফতার ২৬ বিজেপি কর্মী

পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার উপকণ্ঠ। ভোটের দিন জ্যাংরায় নবীনচন্দ্র প্রাথমিক বিদ্যালয় ২২৬ নম্বর বুথের সামনে প্রকাশ্যে তুমুল বোমাবাজির সঙ্গে চলে গুলি, ছিঁড়ে-পুড়িয়ে জলে ফেলে দেওয়া হয় ব্যালট।

Updated By: May 15, 2018, 04:08 PM IST
ভারী বুটের আওয়াজে তটস্ত কলকাতার উপকন্ঠ, গ্রেফতার ২৬ বিজেপি কর্মী

নিজস্ব প্রতিবেদন:  নিউটাউন গৌরাঙ্গ এলাকায় এখন ভারী বুটের আওয়াজ। বন্ধ দোকানপাট, শুনশান রাস্তা, স্তব্ধ জনজীবন। পঞ্চায়েত নির্বাচনের দিন অশান্তির পর মঙ্গলবার গৌরাঙ্গ এলাকায় টহল দিচ্ছে পুলিস বাহিনী। এখনও পর্যন্ত পুলিসি অভিযানে গ্রেফতার ২৬ জন বিজেপি কর্মী। ঘটনার প্রতিবাদে নিউটাউন থানার সামনে বিক্ষোভ বিজেপি সমর্থকদের।

আরও পড়ুন: জলে ব্যালট, জ্যাংড়ায় বেপরোয়া বোমাবাজি-গুলি

পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার উপকণ্ঠ। ভোটের দিন জ্যাংরায় নবীনচন্দ্র প্রাথমিক বিদ্যালয় ২২৬ নম্বর বুথের সামনে প্রকাশ্যে তুমুল বোমাবাজির সঙ্গে চলে গুলি, ছিঁড়ে-পুড়িয়ে জলে ফেলে দেওয়া হয় ব্যালট। পাশাপাশি, পুলিসকে লক্ষ্য করেও চলে ইটবৃষ্টি। আতঙ্কে বুথ ছাড়েন ভোটকর্মীরা।  বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। পরে পুলিসি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও পুলিসের বিরুদ্ধে ঘটনাস্থলে দেরিতে আসার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটের আঘাতে ২ পুলিসকর্মী গুরুতর আহতও হন।

আরও পড়ুন: বাড়ির সামনেই তৃণমূল প্রার্থীর স্বামীকে পিটিয়ে কুপিয়ে ‘খুন’, অভিযুক্ত বিজেপি

ঘটনার পর সোমবার রাতভর তল্লাশি চালায় পুলিস। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ২৬ জনকে আটক করে পুলিস। প্রত্যেকেই বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত। মঙ্গলবার সকালে এই ঘটনাকে ঘিরে ফের উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নিউটাউন থানার সামনে বিক্ষোভ দেখান দলীয় সমর্থকরা। তাদের মধ্যেও ৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করে।

.