উত্তর দিনাজপুরের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল
এক নজরে দেখে নেওয়া যাক উত্তর দিনাজপুরের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল
জেলা পরিষদ ⇒ পঞ্চায়েত সমিতি ⇒ গ্রাম পঞ্চায়েত ► উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলার সদর দফতর রায়গঞ্জ। ২০১১ সালে জনগণনা অনুযায়ী ৩০ লক্ষের বেশি মানুষ বসবাস করেন। শিক্ষার হার ৬২ শতাংশ। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ২৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল মাত্র ৫টি। কিন্তু পরে বাম-কংগ্রেসের ঘর ভেঙে জেলা পরিষদ দখল করে তৃণমূল। তাদের বর্তমান আসন সংখ্যা ১৯।
জেলা পরিষদ: মোট আসন- ২৬ | জেলা পরিষদ: মোট আসন- ২৬ | জেলা পরিষদ: মোট আসন- ২৪ | |||
২০১৮ | ২০১৩ | ২০০৮ | |||
তৃণমূল | ২৩ | তৃণমূল | ১৯ | কংগ্রেস | ১৬ |
বামফ্রন্ট | ১ | কংগ্রেস | ৩ | বামফ্রন্ট | ৮ |
কংগ্রেস | ০ | বামফ্রন্ট | ৪ | - | - |
বিজেপি | ৩ | ||||
অন্যান্য | ০ |
অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -
নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।। মালদহ ।। জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম