মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

এক নজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

Updated By: May 18, 2018, 05:05 PM IST
মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

জেলা পরিষদ ⇒ পঞ্চায়েত সমিতি ⇒ গ্রাম পঞ্চায়েত  মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ জেলার আনাচকানাচে লুকিয়ে রয়েছে ইতিহাসের খনি। নবাব সিরাজ-উদ-দৌলার আমলের ভগ্ন সৌধ, প্রাসাদ, সমাধি আজও মাথা তুলে সময়কে থামিয়ে রেখেছে। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম একটি এই জেলা। সদর দফরত বহরহমপুর। ২০১১ সালে জনগণনা অনুযায়ী এখানে প্রায় ৭১ লক্ষ মানুষ বসবাস করেন। এখানে ৬৬ শতাংশ মুসলিম এবং ৩৩ শতাংশ হিন্দু রয়েছে। শিক্ষার হার ৬৬ শতাংশ। 

জেলা পরিষদ: মোট আসন- ৭০ জেলা পরিষদ: মোট আসন- ৭০ জেলা পরিষদ: মোট আসন- ৬৩
২০১৮ ২০১৩ ২০০৮
তৃণমূল ৬৪ কংগ্রেস ৪২ বামফ্রন্ট ৩২
বামফ্রন্ট  বামফ্রন্ট ২৭ কংগ্রেস ৩১
বিজেপি তৃণমূল    
কংগ্রেস        
অন্যান্য        

 

 

অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -

নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।।  মালদহ ।।  জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম

.