হুগলির পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

এক নজরে দেখা নেওয়া যাক হুগলির গত দু'বারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

Updated By: May 18, 2018, 04:39 PM IST
 হুগলির পঞ্চায়েত নির্বাচনের ফলাফল
 
হুগলি নদীর বুকে গড়ে ওঠা একদা ব্রিটিশ শিল্পাঞ্চল ছিল এই জেলা। শুধুই ব্রিটিশ নয়, একসময় পর্তুগীজরাদের দুর্গ ছিল শ্রীরামপুর-চুঁচুঁড়া-চন্দননগরের মতো ঐতিহ্যবাহী অঞ্চলে। এখানে প্রধানত চট শিল্প এই জেলাকে সমৃদ্ধ করে তুলেছে। ২০১১ সালে জনগণনা অনুযায়ী প্রায় ৫৫ লক্ষ মানুষ বসবাস করেন এই জেলায়। শিক্ষার হার প্রায় ৮২ শতাংশ। 
 
জেলা পরিষদ: মোট আসন- ৫০ জেলা পরিষদ: মোট আসন- ৫০ জেলা পরিষদ: মোট আসন- ৪৭
২০১৮ ২০১৩ ২০০৮
তৃণমূল ৫০ তৃণমূল  ৪৬ বামফ্রন্ট ৩৬
বামফ্রন্ট  বামফ্রন্ট তৃণমূল ১১
বিজেপি        
কংগ্রেস        
অন্যান্য        

 

 

অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -

নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।।  মালদহ ।।  জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম

 

.