গণনা শেষ না হওয়া পর্যন্ত বিজয় মিছিল নয়, কড়া কমিশন
সোমবারের ভোটের পর বুধবার রাজ্যের বেশ কিছু জায়গায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন।
নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার দিন অশান্তি, উত্তেজনা এড়াতে কড়া পদক্ষেপ নিল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের বিজয় মিছিলে রাশ টানছে কমিশন।
কমিশনে তরফে নির্দেশ, পঞ্চায়েত ভোটের গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনও দল বিজয় মিছিল করতে পারবে না। সূত্রের খবর, ইতিমধ্যেই এই মর্মে প্রত্যেক জেলাশাসক ও পুলিস সুপারদের চিঠি পাঠিয়েছে কমিশন। প্রসঙ্গত, বৃহস্পতিবার ১৭ মে পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা।
উল্লেখ্য, সোমবার একদফার পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তি, গন্ডগোলের খবর মেলে। ভোটের 'হিংসা'য় মৃত্যুও হয় ২১ জনের। এরপরই জেলা নির্বাচন পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে ঝাড়গ্রাম বাদে বাকি ১৯ জেলার ৫৬৮টি বুথে বুধবার ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন।
আরও পড়ুন, পঞ্চায়েত পুনর্নির্বাচনে 'কালিমালিপ্ত' হল মধ্যমা
পুনর্নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। প্রতিটি বুথে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১জন করে এএসআই ও ১জন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী। এরপর ভোটের ফল ঘোষণার দিন যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, তাই আগাম সতর্ক হয়েছে কমিশন।