আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

এক নজরে দেখে নেওয়া যাক আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েতের ফলাফল

Updated By: May 18, 2018, 05:12 PM IST
আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

জেলা পরিষদ ⇒ পঞ্চায়েত সমিতি ⇒ গ্রাম পঞ্চায়েত  আলিপুরদুয়ার

প্রথম পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে উত্তরবঙ্গের এই জেলা। ২০১৪ সালে ২৫ জুন জেলা হিসাবে স্বীকৃতি পায় আলিপুরদুয়ার। এই জেলার সদর দফতর আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন ক্ষেত্র এই জেলা। বক্সার, জলদাপাড়া, চিলাপাতা অভয়ারণ্য পর্যটকদের অন্যতম ভ্রমণ ডেস্টিনেশন। ২০১৩-র আলিপুরদুয়ারের জেলা পরিষদ বামেদের দখলে রয়েছে।

জেলা পরিষদ: মোট আসন- ১৮ জেলা পরিষদ: মোট আসন- ১৮
২০১৮ ২০১৩
তৃণমূল ১৭ বামফ্রন্ট  ১৩
বামফ্রন্ট  তৃণমূল
বিজেপি কংগ্রেস
কংগ্রেস অন্যান্য
অন্যান্য    

 

 

অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -

নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।।  মালদহ ।।  জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম

.